আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...
সন্তু লারমা---একলা হতে হতে---
আমাদের সুশীল সমাজ যারা সন্তু লারমার বন্দনায় মশগুল,,তাদের জন্য দুঃসংবাদ..
রাঙামাটিতে জেএসএস এর জাতীয় সম্মেলন চলছে....(আগে বলত কংগ্রেস)। গতকাল উদ্বোধন হলো...সেই গৃহপালিত পংকজ ছাড়া তেমন কেউ ছিলোনা। সবচে বড় কথা ছিলোনা তাদের দীর্ঘদিনের অসংখ্য সহকর্মী...কেবল উষাতন,মঙ্গল আর গৌতম ছাড়া সবাই তাকে ছেড়ে গেছে........সবাই মানে সবাই.......নামের তালিকা বড় দীর্ঘ....সন্তুর বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের.....অজস্র। যা আমাদের সুশীলরা সহ্য করতে পারবেনা । কেউ কেউ হার্ট এটাক করতে পারে...
সাবেক সহযাদ্ধাদের চোখে-সন্তু লারমা এখন স্রেফ একজন চাঁদাবাজ...পাহাড়ে তাকে ভালোবাসে এমন লোকের সংখ্যা কমছে দিনে দিনে...এখনতো একেবারে তলানীতে।
এই সম্মেলনের পর তছনছ হবে তার দলও।
আরেকটি জেএসএস আত্মপ্রকাশ করছে শীঘ্রই।
আর ইউপিডিএফ তো করুনা করে বাঁচিয়ে রেখেছে তাকে,কেবলই গণধিকৃত প্রমাণ করতেই..........
এবার অপেক্ষার পালা...কাউন্সিল শেষে কি হয়..জেএসএস এর ?
আবার ইউডিএফ এর আরেক শক্তির আত্মপ্রকাশ হয় কিনা পাহাড়ে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।