নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
একটেল এখন রবি। বেশ কদিন একটি দুর্বোধ্য বিজ্ঞাপন ও সোহরাওয়ার্দী উদ্যানে একরাতের মজমা শেষে ব্যাপারটা ঢাকঢোল পিটিয়ে জানানো হল। তবে গ্রাহক হিসেবে আমার কি লাভ হল তা এখনো অ-বোধগম্য।
তবে এটা বোধগম্য যে এ ধরনের 'আলতু ফালতু' পরিবর্তন করে কিছু গর্দভ শ্রেনীর লোক আরো কিছু দিন চাকরিটা তরতাজা রাখবে, এমনকি দু চারটা প্রমোশনের বন্দোবস্ত হল বলে, রি-ব্রান্ডিংয়ের পোস্টার, এড, আউটডোর ও ইনডোর মার্কেটিং ম্যাটিরিয়াল বানিয়ে সংশ্লিস্ট সাপ্লাইয়ার কোম্পানি বেশ কিছু নগদ নারায়ন আয়ত্ব করল এমনকি একটেলের ভেতরেও জায়গামত কমিশন পৌছবে। খারাপ না!
গত কয়েক বছরে জিপি, সিটিসেল, ওয়ারিদ, বিমান, এবি ব্যাংক, দেশী সিটি ব্যাংক ও আরো অনেকে তাদের লোগো পাল্টেছে।
কর্মটির কারনে তাদের ক টাকা লাভ বা ক টাকা ক্ষতি হয়েছে তারাই ভাল বলতে পারবে। আর আমজনতার কাছে তা লাউটা কদুই রইল বৈকি! একটেল সে ধারার আরেকটি নিস্ফল অদল-বদল মাত্র। বা তার চেয়ে খারাপ কিছু!
টেলিকম শিল্পের আরেকটি বেজন্মা প্রোডাক্ট/প্যাকেজ হলে না হয় কোনোরকমে মানা যেত। কিন্তু মাদার ব্র্যান্ড কি করে অমন হাস্যকর হয়। বাংলালিংক, গ্রামীনফোন, সিটিসেল, টেলিটক বা এয়ারটেল শব্দটির পাশে 'রবি' শব্দটি জন্ম থেকেই 'বেজন্মা' হয়ে গেলনা! আমার একটেল নাম্বারে ফোন কইরেন শব্দটা বলে দেখুন তো আমার রবি নাম্বারে ফোন কইরেন- ক্যামন লাগে?
তুলনামূলক কম মার্কেটিং করেও একটেল ভাল করছিল।
দুর্বলতা ছিল সেলস ও ডিস্ট্রিবিউশনে আর টেকনোলোজিতে। সুতরাং এসব খুঁত কাটিয়ে উঠলেই তারা ভাল করার কথা। তা না! বেহুদা হাউকাউ।
২০০৪ সাল থেকেই আমি একটেল গ্রাহক। খামাকা জোর করে আমাকে 'রবি' গ্রাহক বানানোর চেস্টা..! বাজে মার্কেটিং!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।