আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবতাবোধ!!



গত ২৫শে মার্চ আখাউড়া জংশনে বৃদ্ধ্বা মা আর তার প্রতিবন্ধ মেয়েকে শতশত লোকের সামনে বিডিয়ার, ইউএনও কতৃক অমানুষের মত নির্যাতিত হওয়ার ঘটনায় লজ্জায় মাথা নুয়ে যায়। আর কত এই সব অমানবিক ঘটনা দেখবো, শুনবো! প্রতিটি ঘটনার মত মানসপট থেকে হারিয়েও যাবে হয়তো। রেলওয়ে পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এটাতো পরের ব্যপার। কিন্তু তল্লাসী,তদন্তের পূর্বেই কেন তাদের সাথে এমন আচরণ করা হলো।

থানায় তাদের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগও পাওয়া যায়নি, সেখানে ট্রেনের ভেজাল বিরোধী অভিযানের প্রধান ইউএনও সাহেব বলেছেন উদ্ধারকৃত মালামাল তাদের কাছে ছিলো। মানবতার খাতিরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। কি দারুণ বিবৃতি!! প্রশ্ন হলো ১: যদি ঐ বৃদ্ধা মহিলা দোষী প্রমাণিত হয়েও থাকে তাহলে প্রচলিত শাস্তির বিধান কি দোষী ব্যাক্তিকে পিলারের সাথে বেধেঁ শতশত লোকের সামনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে হবে? ক্ষমতার অপব্যবহার ২: মানবতার খাতিরে তদের ছেড়ে দেয়া হয়েছে । ইউএনওর কথা অনুযায়ী তারা যদি দোষীই হবে তাহলে মানবতার খাতিরেতো দোষী ব্যাক্তিকে ছেড়ে দেয়ার নিয়মও তো নেই। যে মানবতার কথা তিনি বলেছেন সেটার প্রয়োগ যদি প্রথমেই করতেন তাহলে সমস্যাটা কোথায় হোত জানিনা।

হায়রে মানবতা বোধ!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.