আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদেরকে বলছি, কালের কুতুব ও অমি রহমান পিয়াল।।

সচেতন নাগিরকের প্রত্যাশায়

আপনারা যে কম্পিউটারের মাধ্যমে সামু ব্লগে লেখালেখি করেন, এ যন্ত্রটা এক ভদ্রলোক আবিষ্কার করেছিলেন। তবে তিনি শুরুতেই আমাদের আপনাদের জন্য ব্যবহারোপযোগী করতে পারেননি। উনার পরে অনেক ভদ্রলোকের হাতের পরশ পেয়েই তো আপনাদের ব্যবহারোপযোগী হয়েছে। এক সময় জাতির জনক শেখ মুজিব ছিলেন বাংলাদেশের একমাত্র নেতা। উনাকে ছাড়া কিছুই কল্পনা করা যেত না।

উনার আহ্বানেই জনগন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে। পরবর্তীতে উনার জনপ্রিয়তা কমলে সে সুযোগ নিয়ে একটা শ্রেণী উনাকে স্বপরিবারে হত্যা করে। তাই বলে কি জাতির জনকের মৃত্যূতে জাতির মৃত্যু হয়েছ বা উনার আদর্শ কিংবা উনার দলের বিলুপ্তি হয়েছে। আবার মেজর জিয়া, তিনিও বাংলাদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। উনাকেও হত্যা করা হয়।

এটা প্রকৃতির ধারা। কেউ চিরকাল বেঁচে থাকবে না। আর কারো জন্যই কোন কিছু থেমে থাকবে না। । তবে আমার মনে হয় অমি রহমানের চলে যাবার পেছনে একটা কারণ থাকতে পারে।

আগে একটা কিছু লিখলে সেটা অন্য ব্লগার রা গিলতো। কিন্তু এখন আর যে গিলছে না, তাই তো। গিলবে কি করে ভাইয়া। ৯১ এর নির্বাচনে দেখেছি ভোট কেনা বেচা হতে। কিন্তু এ শতাব্দীর ভোটার গন প্রার্থীর নিকট হতে টাকা নিচ্ছে ঠিকই তবে ভোট দিচ্ছে নিজের পছেন্দর ও যোগ্য প্রার্থীকেই।

ব্লগার বন্ধুগন এখন অনেক পড়েন এবং অনেক তথ্য রাখেন। বেশিরভাগ পোষ্ট পড়লেই তা বুঝা যায়। আপনার ডিমান্ড কমে গেছে তাই চলে যেতে চাইছেন, যান। কিন্তু শেষ পর্যায়ে গালাগাল করে নিজের শেষ ভদ্রতাটুকুও বিসর্জন দিলেন। ছিঃ !!!!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.