সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া
ভাই গো, দূঃখিত, আপনি আমার চাচাও হতে পারেন। কিছু মনে করবেন না। যদি অনুমতি করেন, আমি আপনার সাথে একটা দুশ্চিন্তা শেয়ার করতে চাই।
মহোদয়, খেয়াল করেছেন কী ?
পুরাকালে মা’রা স্মৃতিগুলো জমিয়ে রাখতো। কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন তো সেদিনের কথা।
তারও আগে দাদী, পরদাদী হতে আদি মাতা পর্যন্ত।
তো, আ..রে.......না। না। রাগ করবেন না। দয়া করে সুযোগ দিন ঃ শেষটুকু বলে নিই।
অবশ্য এটাই শেষ কী না সে বিষয়ে আমি নিশ্চিত নই।
বিশ্বায়নের ক্যালেন্ডার স্ত্রি হয়ে কাপড়ের ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে মুছে ফেলছে।
স্মৃতি কাতর তরুণীরা, মায়েরা আজকাল আর স্মৃতিগুলো জমিয়ে রাখেনা। রাখছে না।
কখনও রাখলেও দাবায় জিততে, ছক সাজাতে কেমন নিপুন ব্যবহার করে।
ঘরের ব্যক্তি বা বস্তুবাচক বিষয়গুলো এখন-কখনও ফুটবল। কখনও ক্রিকেট বল.................নিজেকে আজকাল বড় বেশী ফুটবল মনে হয়। জানেন তো খেলায় বলের চাইতে গোলই মূখ্য অথবা অধুনা উইকেট।
বলবেন, বিশ্বায়নের প্রভাব। হ..য়তো.........
আমি কিন্তু বিশ্বায়ন নিয়ে ভাবছি না।
২২/০৩/১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।