আমাদের কথা খুঁজে নিন

   

নৈবেদ্য: প্রিয় দাদুকে...

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com তুমি বললে চলে যাচ্ছো-আমি আনমনা আকাশের দিকে হেঁটে হেঁটে ভাবি-- ছায়াবৃক্ষেরা ক্রমশোই দূরগামী। পুরোনো খাটের ভাঁজে ছ্যাতা পড়া তোমার স্মৃতি, পানের পিক আর স্যাতস্যাতে অন্ধকারে মাশরুমদের দৌরাত্ম্য; এইসব একদিন মনে করে দেবে তোমার চৌদ্দপুরুষের কথা; যে আমি বহন করছি তোমার দগদগে রক্তস্রোত। ট্রাঙ্ক খুলে শাদা শাড়ি তুমি আর পরবে না জানি, প্রার্থনায় নিবেদিত হবে না তোমার আরব্য জায়নামাজের সফেদ জমিন; এইসব দেখে দেখে তোমার স্বজনেরা কাঁদবে দুচোখ। অভিমানে তুমি কবে বলেছিলে—চলে যাওয়াই মানুষের আরাধ্য ঠিকানা--এই কথা বুকে গেঁথে জেগে থাকি রাত্রি-দ্বিপ্রহর, তবু তুমি বলো না —নাহ যাচ্ছি না আর, আমার কান্না তবু বিফলে গেলো। ভালোবাসা একবার ফিরে গেলে বারবার আসে না আর। যদি বারবার ফেরানো যেতো! আহা যদি যেতো!! তুমি বললে চলে যাচ্ছো--আমি আনমনা হেঁটে হেঁটে আকাশের দিকে... ৩০ অক্টোবর' ২০১২, প্রিয় দাদু, চলে গেলে না ফেরার দেশে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.