আমাদের কথা খুঁজে নিন

   

টেনশন (জোকস ১৮+ হইলে ভাল)

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

গাড়ি নিয়ে যাচ্ছিলেন করিম সাহেব। হঠাত সামনে এসে পড়ল এক তরুনি। আহত না তেমন তবে সেন্সলেস টেনশন.. .তরুনি কে নিয়ে গেলেন হাসপাতাল। ডাকতার চেকাপ কবে বলল কনগ্র্যাটস্ আপনি তো বাবা হচ্ছেন টেনশন... তিনি অস্বিকার করে সব খুলে বলেন এমন সময় জ্ঞান ফেরে তরুনির ফিরতেই করিম সাহেবকে -তুমি কেন আমার এই সর্বনাস করলা?? টেনশন... এইবার পুলিশ আবার টেনশন... ডাক্তার বলে তাহলে টেস্ট? টেনশন... টেস্টের পর ডাক্তার জাক বেচেগেলেন এই যাত্রা আপনার আসলে বাবা হওয়ার ক্ষমতাই নেই। করিম সাহেব হাফ ছারলেন কিন্তু টেনশন... বাসায় ফিরলেন মন খারাপ এমন সময় তার ছেলে আব্বু বলে কোলে...... টেনশন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।