আমাদের কথা খুঁজে নিন

   

পেনশন নিয়ে টেনশন

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে সেন বাবু অবসরে পাবে নাকি পেনশন, ঝামেলার কথা শুনে শুধু তার টেনশন। নানা রকম অজুহাতে বাঁধা ফাইল ফিতাতে, সেন বাবুর টেনশনে কার আসে কি তাতে? এ টেবিল ও টেবিল ফাইল ঘুরে প্রতিদিন, লাল ফিতায় বাঁধা পড়ে নড়ে নাতো ঘুষহীন। মাল ছাড়া ছাড় নাই বুঝে নেন সেনবাবু, মাল দিয়ে পেনশনের ফাইল বুঝে নেন বাবু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।