আমাদের কথা খুঁজে নিন

   

টেনশন বাড়াচ্ছে মোবাইল ফোন

মোবাইল ফোন হারিয়ে গেলে বেহাত হতে পারে ব্যবহারকারীর ব্যাংক লেনদেন ও ইমেইলসম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এ ছাড়াও কনটাক্ট নম্বর হারানো এবং মোবাইলের ব্যাটারি চার্জ নিয়েও বাড়ছে আতংক।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন ইমেইল ব্যবহারে স্মার্টফোনের উপর নির্ভরশীল। এমনকি বিছানায় শুয়েও তারা ইমেইল চেক করেন। খাওয়া, ঘুম সবকিছুতেই গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে আছে স্মার্টফোন।


মোবাইল ফোন এবং ল্যাপটপে ব্যক্তিগত ও অফিসের গুরুত্বপূর্ণ তথ্য থাকলেও মোবাইল ফোন ব্যবহার সহজ। যে কোনো অবস্থায় ব্যবহারের সুবিধা থাকায় এ গুরুত্বপূর্ণ অনুষঙ্গটি হারিয়ে যাওয়ায় ভয় তাড়া করছে ব্রিটিশদের।
এ প্রসঙ্গে ‘অ্যাপরিভার’ নামের নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠানের ফ্রেড টাচিটি বলেন, ‘শুধু ব্যক্তিগত কাজেই নয়, ব্যবসায়িক কাজেও আমরা মোবাইল ফোন ব্যবহার করি। তাতে ব্যাংক লগ, ছবি, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ইমেইল ও কনটাক্ট ডিটেইলস থাকে। এর ফলে মোবাইল ফোনটি হারানোর আতংক ক্রমেই বাড়ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।