জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..
আমি একজন অতি সাধারণ, বলতে গেলে দীনহীন ব্লগার। আমার আবার ব্লগিং! পারি শুধু প্রিয় লিংকসগুলো ঢুঁ মারতে আর প্রথম পাতায় চোখ বুলাতে। মাঝে সাঝে দরকারি কিছু আছে কিনা জানতে সার্চ দিই। এই যা।
কিন্তু এইসব ছাপিয়ে আমি ধীরে ধীরে যে কজনের ব্লগের নিবিষ্ট পাঠক, তাদের মধ্যে সেই একজন যিনি সর্বদা ব্লগ আতংক, রহস্যময়, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো রাখাল, সর্বজান্তা সর্বপাপী, রুধিরাক্ত দেহধারী, মদমত্ত মাতঙ্গ, দিগ্ববিজয়ী অনলাইন বীর, সামু ব্লগের যদুনন্দন হৃষিকেশ, জিগীষাপরবশ ফিউশন ফাইভও(ফিফা) অন্যতম! গতকাল অনেকদিন পর এই ফিফা নামক বহুল আলোচিতের ব্লগে একখান নয়া লেখা দেখে অভ্যাস বশত ঢুঁ মেরেছিলাম।
মাঝেমাঝে হয় কী, শত চেষ্টায়ও তার লেখায় প্রতিক্রিয়া ব্যক্ত করার উপায় খুঁজে পাই না। কারণ টা মনে হয় ‘বেশিরভাগ’ পোস্টের বিষয়বস্তু ও যুক্তি উপস্থাপন ভঙ্গিতে আপনার তার অসাধারণত্বের জন্য!
সে যাই হোক। আজ তারই একটা পোস্টের সুতা ধরে খানিকটা আলাপ। যা তিনি গতকাল লিখেছেন মাত্র। নাম ‘আসিফ নজরুলের স্বল্পজ্ঞান, তাড়া খাওয়া গল্পকারের বিলাপ আর ব্লগে প্রথম নারী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ’।
Click This Link
আলাপ এক-
আমি ব্যক্তিগত ভাবে মনে করি আওয়ামী লীগ বা বিএনপি কিংবা তাদের লেজুড় জামাত-জাপা কোনো রাজনৈতিক দলই আামাকে তাদের দলীয় গুণে বা রূপে মুগ্ধ করতে পারেনি। তাই কেউ তাদের কোন সমালোচনা করলে আগে শুনি কেন করছে, কোন পাঠাতন থেকে করছে কিংবা কোন সময়ে করছে? তারপড় বুঝি। ড. আসিফ নজরুল কিছুটা হলেও ‘মিডিয়ার পোষা বুদ্ধিজীবীদের দল’এ চলে গেছেন। তবু নূরুল কবীরের পর যে মানুষটার টকশো,মতামত বা প্রবন্ধ সময় পেলে দেখা, শোনা বা পড়ার চেষ্টা করি তিনি আসিফ নজরুল।
তো সেই আসিফ (বারবার নজরুল লিখতে কষ্ট হচ্ছে বলে আসিফ মানে আসিফ নজরুল বুঝে থাকবেন দয়া করে) দৈনিক সমকালের উপসম্পাদকীয় কলামে (ফিফা যে লেখা থেকে সুতা টেনেছেন) লিখেছেন, ‘একদিন একজন নিয়মিত পাঠক কিছু ব্লগের ঠিকানা দিয়ে পাঠান।
সেখানে গিয়ে দেখি ভয়াবহ সব ব্যাপার। প্রধান দৈনিকগুলোর কিছু ব্লগের লেখা শালীন, যুক্তিপূর্ণ এবং সুচিন্তিত। কিন্তু অন্য অনেক ব্লগ আক্ষরিক অর্থেই বিকৃত মানুষের আখড়া। সেখানে এত জঘন্য ও ঘৃণ্য মন্তব্য লেখা হয় যে, তা পড়লে বুকের রক্ত হিম হয়ে যাবে যে কোনো সুস্থ মানুষের। কোনোরকম সম্পাদনা ছাড়া এসব মন্তব্য ছাপানো হয় কেন তা ব্লগের মালিকগণই জানেন।
’
এখানে ফিফা সিদ্ধান্ত দিয়েছেন ‘ব্লগ নিয়ে আসিফ নজরুলের জ্ঞান কতোটুকু এ থেকে সহজেই বুঝে নেওয়া যায়। আমাদের সময় টাইপ পত্রিকা কিংবা সোনার বাংলাদেশ টাইপের ওয়েবসাইটের তলদেশে পাঠকের ক্ষিপ্ত প্রতিক্রিয়াকে তিনি 'ব্লগ' ঠাউরেছেন। সেটা তার জ্ঞানের সীমাবদ্ধতা, আমরা বরং সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারি। ’ আমারও মনে হয়েছে একদম তাই। আসিফকে ক্ষমা করে দেয়া যায়।
এখন ফিফার কাছে বিনীত জিজ্ঞাস্য, আমাদের সময় সম্পাদকের চরিত্র যতই কুরূচি হোক না কেন, তার তৃতীয় কণ্যা সন্তানের জন্ম সংক্রান্ত নিউজটার তলদেশের ক্ষিপ্র বাহাস আসিফ ভাই না শুধু অনেকের কাছেই ‘জঘন্য ও ঘৃণ্য মন্তব্য’ই। (এখানে নিজের অবস্থানটা স্পষ্ট করে রাখি যে, নাইমূল ইসলাম খান সম্পর্কে আমার কোন বিশেষ তৈলাক্ততা, শৈতল্য বা লাইক এলার্জি নেই। খানকে ‘বেশ কিছু ক্ষেত্রে সুবিধাবাদী চরিত্র’ মনে হলেও ‘আগাগোড়া বাটপার’ বলতে আমি নারাজ। ) তাই যে ভঙ্গিতে, যে ভাষায়, যে শব্দ চয়নে সেদিনের সেই নিউজটার প্রতিক্রিয়া পড়েছিলাম আমিও আসিফের সাথে একমত না হয়ে পাড়লাম না। কিন্তু সাথে সাথে আসিফেরও এভাবে সীমানা টানাও উচিত হয়নি যে, বাংলা ব্লগ নোংরামিতে ভরপুর।
কারণ ঘটনাটা বাংলা ব্লগে ঘটে নি। ঘটেছে সেই দৈনিকটির ওয়েব এডিশনে। কিন্তু হায় সেই একই কায়দায়তো কত পোস্ট দেখলাম এই সামু ব্লগে। ‘আমার ব্লগ’এ তো নিত্য!
কিন্তু সে যতই হোক, এখন আমি তো আসিফ ভাইয়ের কাছে জানতে চাইতে পারি ‘প্রধান দৈনিকগুলোর কিছু ব্লগ’ বলতে তিনি কী বুঝিয়েছেন? ‘অন্য অনেক ব্লগ’ বলতেই বা কাদেরকে ‘আক্ষরিক অর্থেই’ ইঙ্গিত করেছেন? এ প্রশ্ন কিন্তু ফিফা তুললেন না।
ফিফা কিন্তু এট্টু পর্যন্ত পরেই শেষ করলেন তার আলোচনা।
ঝেড়ে কেশেছেনও। কিন্তু কোট করলেন না আসিফের আরো কয়েকটি লাইন ‘আমার এই লেখা আসলে এসব ব্লগ নয়, বরং রুচিশীল ব্লগুলো নিয়ে। এমন একটি ব্লগে আমার প্রতিটি লেখাই রাখা হয়। দু’সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে একটি লেখা প্রথম আলোতে লিখেছিলাম। যে ব্লগের কথা বলছি, সেখানে গিয়ে দেখি বেশ কয়েকজন পাঠক আমাকে ভারতপন্থি বলে আখ্যায়িত করেছেন।
অন্য একজন লিখেছেন,বিএনপির কাছ থেকে সুবিধা নেওয়ার পর আমি কীভাবে এসব লিখি! সেই পাঠকের দোষ দিই কীভাবে?’
আমি প্র আলো ব্লগের সাথে সামু ব্লগের তুলনা করতে যাচ্ছি না। কিন্তু এটা কী সত্যি নয়, সামু ব্লগের অনেক পোস্টেই গালাগালি, কাদা (জুতা) ছোড়াছুড়ি, খিস্তি, হয় না? আমার জানা মতে হয়। তাহলে আসিফের সেই বিশ্লেষণের ঘাটতি থাকলেও মিথ্যার বেসাতি নেই।
এদিকে কিন্তু ফিফা দেখলেন না কেন যে, আসিফের লেখাটির মূল সুর‘রাজনীতিতে থাকলে স্বতন্ত্রমনাদের আরো বিপদ’ প্রসংগে। ব্লগ নিয়ে নয়।
আসিফের মূল লেখাটির নীচে নামলে দেখা যায় একটি বাম দলের গুণ কেত্তন না গাইলেও তিনি সেই দলের রাজনৈতিক বাস্তবতা আর সে দলের কাভারেজ নিয়ে মিডিয়ার তৈরি নিজের দৈন্যতা তুলে ধরেছেন। এ বিষয়ে ফিফার আলোচনা নাই। অবশ্য এই লেখাকে দুই ভাগে ভাগ করলে (প্রথম অংশ ব্লগ আর দ্বিতীয়টি রাজনীতিতে স্বতন্ত্রমনা) ফিফা শুধু প্রথম অংশেরই আলাপ করেছেন। কিন্তু যে যুক্তি করে আসিফ শেষে বললেন, রাজনীতি দুই বানরের পিঠা ভাগাভাগির অংশ, সে বিষয়টিই আমি মনে করি ‘বাংলা ব্লগ কতদূর এগোলো’ আলোচনার চাইতে অধিক গুরুত্বসম্পন্ন। এখানে ফিফা দ্বিমত পোষণ করতেই পারেন।
সে আলোচনাও আমি চালাবো।
আলাপ দুই
ফিফা তার আলেচনায় দুই নম্বর সুতা টেনেছেন দৈনিক কালের কণ্ঠের সম্প্রতি প্রকাশিত 'প্রযুক্তি যেখানে নারীর যন্ত্রণা' শিরোনামের লেখা থেকে।
তো দেখা যাক সেই প্রতিবেদনের কোন অংশ নিয়ে ফিফার আপত্তি- ‘‘বাংলাদেশে ব্লগিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আফরানা জানালেন, 'কিছুদিন আগে আমি আমার ব্লগে একটি লেখা পোস্ট করেছিলাম।
সেই লেখার পর থেকে আসতে থাকল আজেবাজে মন্তব্য আর অশ্লীল গালিগালাজ। ' ব্লগের কোনো কোনো সদস্য ওঁৎ পেতেই থাকেন নারী সদস্যদের পোস্টে মন্তব্য করার জন্য। কিছু বাংলা ব্লগের কোনো নীতিমালা না থাকায় সদস্যরা ইচ্ছামতো মন্তব্য করতে পারেন। আর এর শিকার হচ্ছেন নারীরা। ’’
আর ফিফা সিদ্ধান্ত টানলেন, ‘আমারব্লগের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়।
এর আগেও সুনির্দিষ্টভাবে অনেকেই এরকম অভিযোগ এনেছেন। ’ আমার কাছে বোধগম্য নয় যে সেই সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেই বিভাগের শিক্ষার্থী তার প্রতিক্রিয়ায় সুনির্দিষ্ট করে ‘আমারব্লগ’ নামক ব্লগের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগ এনেছেন। কারণ মূল প্রতিবেদনে আমরা কোট (‘আমার ব্লগ’) চিহ্ন করা দেখছি না। তাই পাঠক হিসেবে আমি ধরে নিচ্ছি আমার ব্লগ বলতে তিনি নিজে যেখানে লেখেন সেখানকার দৈন্যদশার কথা বলেছেন। সেটা হতে পারে সেই ‘আমার ব্লগ’।
কিন্তু সামু ব্লগেও তো হতে পারে!
আমার সিদ্ধান্ত
আসিফ বা আফরানা যাই বললেন, তার সাথে একমত হয়ে আমি বাংলা ব্লগিং এর সম্ভাবনার দ্বার রুদ্ধ করতে চাই না। সে রকম গাধাও যে আমি নই, আমি নিশ্চিত। কিন্তু নিশ্চিত হতে পারি না এখানেই এসে যে, সামু ব্লগেও তো অভিযোগ, হয়রানি, খিস্তি আউরে চলে। নতুন কেউ এসে এখান থেকে সহজেই বুঝে নিবে যে, ইহার নামই বোধকরি অনলাইন সংস্কৃতি!
বিশ্বজুড়ে নাকি ব্লগিং এর মতো নাগরিক সাংবাদিকতার উন্মেষের যুগ চলছে। তাই আমি করি ফিফা আর সামু কর্তৃপক্ষ দুইকেই ভাবতে হবে বাংলা ব্লগিংকে আরো জনপ্রিয় করে তুলতে কী কী করা যায় তা নিয়ে।
কিন্তু জনপ্রিয়তার আগে ‘সস্তা’ বিশেষণ যেন না বসে!
আমি ‘আমার ব্লগ’র মত প্যারেস্ত্রইকা নীতিও যেমন চাই না, তেমন প্র আলো ব্লগের মতো ‘দ্বার বন্ধ করে ভ্রম রুখা’ও সাপোর্ট করি না। কিন্তু মাছের বাচ্ছার মত যেভাবে সামু ব্লগে ঝাঁকে ঝাঁকে আকাজের পোস্ট আসছে এবং তার ফলে ‘কাজের পোস্ট’ গুলো সেই ঝাঁকের ঠেলা ধাক্কা সামলাতে না পেরে ১৫ মিনিটের মধ্যেই প্রথম পৃষ্টা থেকে উধাও হয় তা সমর্থনযোগ্য নয়।
আসিফ আর আফরানার বক্তব্যকে ‘অর্ধসত্য’ হিসেবে মানলে সামু ব্লগ নিয়ে ভাবতে হবে আমাদের এখনই। ‘ব্লগিং’ মানে, বাংলায় রোজনামচা লেখার এমন অসাধারণ মাধ্যমটিকে যারা কপিপেস্ট, ফুরুৎ পোস্ট (পোস্ট দিয়ে ফুরুৎ আর খবর নাই এদিকে কমেন্ট পড়তাছে সমানে), দায়সারা পোস্ট (নিজের লেখার দায় না নেয়া, গায়েরি আওয়াজ, সংগ্রাম-দিনকাল-বিডিনিউজ-আমার দেশের লিংক লেপ্টে দেয়ার মাধ্যমে পরিণত করছেন বা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন- তাদের লাগাম টেনে ধরা দরকার। নইলে আর বেশি দিন লাগবে না আফরিন আর আসিফ নজরুলের অর্ধসত্য ‘পুরোসত্য’ হয়ে যেতে।
ফিফার লেখার যে অংশ চুম্বকের মতো আমায় টেনেছে তা হলো, ‘সামহোয়্যারইনের সঙ্গে আমারব্লগের তফাৎ কতো দূর। সাধারণ মানুষকে কে বোঝাবে যে, ব্লগ মানে সংবাদপত্রের অনলাইন সংস্করণের তলদেশে পাঠকের অপাঠ্য প্রতিক্রিয়া নয়,ব্লগ মানে কলিকাতায় নিত্য নারী হয়রানি নয়। কে বোঝাবে তাদের- ব্লগ হচ্ছে আলাদা কিছু, ভালো লেখক-পাঠকের অনলাইন সমাবেশও’।
কিন্তু, আমার মনে হলো ফিফার বিশ্লেষণে বেশ ঘাটতি রয়ে গেছে। আশা করি তিনি এ বিষয়ে একটি ‘গুছিয়ে লিখা’ পোস্ট পয়দা করবেন।
যা তিনি সবসময় করে থাকেন!
কৈফিয়ৎ: আমি ভালো লিখতে জানি না। ব্লগিং এ এসেছি দেড়বছর মাত্র। এখন পরবাসে আমার অবসর যাপন চলছে। ফ্রি ল্যপটপ ফ্রি নেট কানেকশন! সময় আছে হাতে ধরে নিয়ে ফিফার পোস্টে কমেন্টাইতে গেছিলাম। গিয়ে দেখি ওমা এ লেখাতো তেরোশো শব্দ ক্রস করেছে বহু আগে! তাই স্বতন্ত্র পোস্ট হিসেবে চালিয়ে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।