[ কবি শাহ শামীম আহমেদ - প্রিয় পরাণেষু ]
কী এক ভাষণের ছায়া । ডাকে উত্তরের বৃষ্টি , ডাকে পাখি
ছেড়ে যাবো এই গ্রাম। অনেক দূরে যাবো । একটা নতুন
পথের ঝড় দেবে মিছিলের তমাল সান্নিধ্য। আর শূন্যের জ্যোতি।
কিছু ছায়া থেকে যাবে জানি , এই অতীত ভিটেতে। কিছু পালক,
পাখির মজ্জায় বাজাবে সরোদ। হায় অভিবাসী চোখ ! কেবল তুমিই
দেখো জলরাত্রির গমনদৃশ্য । কেবল তুমিই বাজাও বাঁশি, রাতভর।
আমি সাঁতারের স্পর্শ চাই ।
পরিচিত বুকের ওমে ভাগ করে নদীদের
হিম , রেখে যেতে চাই সোনালী সান্ধ্যসনদ। আমার প্রজন্মের জন্য,
একটি বিশুদ্ধ পাঠপত্র । অথবা একটা ভূগোলের প্রাত্যহিক আঁচল ।
যেখানে মা এবং কন্যা , পিতা এবং পুত্র - তাদের ভালোবাসার মুগ্ধ
কররেখায় দেখে নেবে অক্ষরের প্রদেশ । একটা দোয়েল উড়ে যেতে
যেতে স্বতঃস্ফূর্ত বসন্তের গানে রেখে যাবে ধ্যান , শিল্পের আবেশ ।
ছবি - রবার্ট লাওসন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।