অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
আমার জন্য একটু সাঁতার সাজিয়ে এসো যতনে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম।
আজকের সকালটা কেমন মেঘলা কিংবা ঝিলমিল ছিলো দেখা হয়নি। পুরোনো শালিকটা বারান্দার রেলিং-এ বসে বিষাদ সুরে ডেকেই যাচ্ছে। এক শালিক থাকার লক্ষণ শুভ না। সূবর্না পাশে তাকায়, পাশে অবহেলায় পড়ে থাকা বালিশটা গাঢ় রক্তে লাল হয়ে আছে।
আজ থেকে সূবর্নার পাশে কোন ছায়াও স্থান পাবে না।
সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
সমুদ্রে দিও না সাঁতার
একটু রেখো মনে
সুখে থাকুক একটু সাঁতার
একটু থাকুক প্রানে
স্বপ্ন সাজাও ডুব সাঁতারে
স্বপ্ন ভাঙা মনে।
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম
প্রচন্ড জুড়ে গাড়ি শা শা করে ছুটে চলছে কয়েক ঘন্টা ধরে। গন্তব্য গভীর সমুদ্রের নিলাভ বাহু। প্লেয়ারে বেজে চলছে-
"আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র কাছে আসো, আমাকে ভালোবাসো"
সমুদ্রের নিলাভ জলে সূবর্না ভাসতে লাগলো।
হঠাৎ করেই শরীরটা ছেড়ে দিলো....আর গভীর সমুদ্রের বুকের গভীরে চলে যেতে লাগলো...
ধুয়ে গেলো সব। ধুয়ে গেলো অভিশপ্ত সব ছায়া....ধুয়ে গেলো গাঢ় হয়ে জমে থাকা বহু পুরোনো দিনের রক্তের ছাপ...ধুয়ে গেলো শালিক....ধুয়ে গেলো সূবর্না।
"জমা থাকুক একটু সাঁতার
একটু না হয় দহনে।
সাঁতার নাকি সবাই জানে
সাঁতার পারে কজনে!?
সহজ সাঁতার সবচেয়ে কঠিন
সেই ডুবুরী জানে।
যে সাঁতারে সাহস করে
ডুবতে পারে জলে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাম
সব সাঁতারের দাম"
সমাপ্তিটা এখানেই হতে পারতো কিন্তু হলো না।
সূবর্না ঘুম থেকে জেগে উঠে বসে বিছানার উপর। সকালে সূর্যের মিষ্টি কিরন এসে সূবর্নার মুখে হাত বুলিয়ে যায়। আজ দুটো শালিক এসে বারান্দার রেলিং-এ বসে মিষ্টি সুরে কিচির মিচির করছে।
সূবর্না ঘাড় ঘুড়িয়ে পাশে তাকায়, সমুদ্রের সব নীল রং জুড়ে আছে তার বিছানায়, বালিশে। আর সেই সমুদ্রের মাঝে পড়ে আছে এক গুচ্ছ বেলী ফুল! আর সেই সমুদ্র-জলে লেখা আছে:
"সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে"
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।