রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও
হৃদয় সমতলে একটা অচেনা রেখা
কতোকাল বলো রাখবে টেনে
সমুদ্র যেমন সারা দিনমান আঁকে
নিজ-সীমারেখা আপন বেষ্টনীর কিণারে।
ক্রমাগত স্রোতের গতিময় শিল্পে
মুহূর্তের অভ্যর্থনা মুহূর্তেই বিদায়
সংক্ষিপ্ত সম্ভাষণের বাহুলগ্ন সমাপন
লক্ষ্য ছুঁয়ে গন্তব্যে যাত্রা অনিবার।
তোমার চোখের কিণার বেয়ে
নদী দেখ ওই সমুদ্রে
অসীমের আঁচলে নিজেকে হারিয়ে
অস্তিত্বহীন সে মহাসাগরে।
নি:সঙ্গ বেলাভূমির তৃষ্ণার্ত বুকে
রহস্য-অতল, সমুদ্র-হৃদয়ের নিবিড় আলিঙ্গন
কে জানে কি বার্তা সে বয়ে আনে
পাহাড়ে-সমতলে, অরন্য-নির্জনে।
গতিময় সময়ের সুনিবিড় বেষ্টনে
এই অনিবার্য সাঁতার, তরঙ্গে তরঙ্গে
এঁকে যায়, অনি:শেষ গুণগান আল্লাহর
সমুদ্র-আনন্দ পরিতৃপ্ত আদিগন্ত সমর্পণে।
হৃদয়ে স্বপ্নিল ছোঁয়া অবিচ্ছেদ্য বন্ধনে
মাটির ভালবাসা চিরে বাহু মেলে নদী বার বার
বিশাল কবিতা শেকড় ছড়ায় আদিগন্ত ঢেউয়ের ভেতর
এইতো জীবন, স্মৃতি বয়ে কেবলই সাঁতার।
সাগর-বন্ধন হারালে এই পরিচিত মানচিত্র
লিখে নেবে মহাশূন্যে অস্তিত্বহারা ঠিকানা।
মুছে যাবে জীবনের যত পরিচয় বন্ধন
হারাবে গতি, গতিময় এই সমুদ্র-সভ্যতা।
একটি মাত্র সুনির্ধারিত আদেশে
অবর্ণনীয় অনিশ্চিতের অমানিশা রাত্রিতে
স-ব আয়োজন প্রাপ্তি শে-ষ হয়ে
ওজনহীন ভাসতে থাকবে শুধুই সমাপ্তি রেখা।
তবু দেখ, সমুদ্র নিয়ে আসে বারবার
ঢেউয়ের রাজসিক হিরকদ্যুতি মুকুটে ক’রে
অনাবিল ক্লান্তিহীন অকপট শুভেচ্ছা।
সমাপ্তি শেষে, স্বপ্ন-আনন্দ, নূতন সূচনার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।