শুক্রবার গাইবান্ধায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সব দলের অংশগ্রহণে দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।
সার্কিট হাউজ মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।
বিরোধীদলকে আগামী বাজেট অধিবেশনে যোগ দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু নিজেদের কথা বলার জন্য নয়, জনগণের কথা বলার জন্যও সংসদে যোগ দেয়া প্রয়োজন।
সংসদে এসে আলোচনা করলেই আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার সমাধান বেরিয়ে আসবে, বলেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস উল আলম হিরু, জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।