আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ পরিদর্শনে সরকার একদলীয় প্রতিনিধি দল পাঠিয়ে নিজেদের সংকীর্ণতার পরিচয় দিয়েছেঃ বিএনপি



বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির প থেকে টিপাইমুখ বাঁধ পরিদর্শনে সরকার যে একদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে তার সমালোচনা করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ বলছেন, টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যমতের কথা বলে সরকারকে আহ্বান জানালেও সরকার সেই আহবানে সাড়া না দিয়ে নিজেদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে টিপাইমুখ বাঁধ পরিদর্শনে সরকারের পাঠানো প্রতিনিধি দলের প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বিএনপির স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন, সরকার সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল না পাঠিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। তিনি বলেন, যেখানে বিশেষজ্ঞ দল পাঠানো উচিত বলে সবাই বলছেন সেখানে সরকার এক তরফাভাবে তাদের পছন্দ মতো প্রতিনিধি দল পাঠিয়ে মূলত টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজকে বৈধতা দিবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কারিগরি দল না পাঠিয়ে প্রতিনিধি দল পাঠিয়ে কোনো লাভ হবে না। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বলেন, টিপাইমুখ বাঁধ পরিদর্শন করার জন্য কারিগরি দল পাঠানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভারত সব সময় অপো করে থাকে একটি অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য। আর আওয়ামী লীগ সরকার যখন মতায় আসে তখনই সেই পরিবেশকে কাজে লাগায় ভারত। তিনি বলেন, ভারত কোন চুক্তির তোয়াক্কা না করে এক তরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকারের প থেকে যে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে তারা শুধু মাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসতে পারবে। তারা ভারতের কতৃêপরে সাথে কোনো বিষয়ে আলোচনা করার সুযোগ পাবে না। পানি বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখ বিষয়ে সরকারি প্রতিনিধি দল গেলে তা তেমন কার্যকর হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.