আমাদের কথা খুঁজে নিন

   

'গণতন্ত্রের লেবাসে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের লেবাসে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়। আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।

তিনি আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দী দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

বর্তমান আওয়ামী লীগ সরকারের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রমাণ করেছে আওয়ামী লীগ গণবিরোধী দল।

দখলদার বাহিনীর মতো জোর করে তারা ক্ষমতায় বসে আছে।

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের চতুর্থ প্রতিবেদনের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, “সংস্থাটি বলেছে, বাংলাদেশ আইনের শাসনে অনেক পিছিয়েছে। কিন্তু এসব প্রতিবেদনে তাদের (আওয়ামী লীগ) কিছু আসে-যায় না। তারা বেশরম, বেলাজ। এখন জোর গলায় বলছে, পাঁচ বছর তারা ক্ষমতায় থাকবে।

আসলে তারা জানে, ক্ষমতায় থাকতে পারবে না। ”

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড. পিয়াস করিম, গাজী মাজহারুল আনোয়ার, ব্যারিস্টার মীর হেলাল, চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।