আমাদের কথা খুঁজে নিন

   

আগ্নেয়গিরির ভয়ংকরতম বিস্ফোরণ!!!



ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী ক্রাকাতুয়া দ্বীপে ১৮৮৩সালের ২৭আগস্ট গ্রিনিচ সময় রাত তিনটায় সৃষ্ট আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে সর্ববৃহৎ বলা যেতে পারে। > সেই বিস্ফোরণে ১৬৩টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। > ৩৬৩৮০জন মানুষ মারা যায়। > জ্বালামুখ থেকে উর্ধে নিক্ষিপ্ত খনিজ ৫৫কিলোমিটার পর্যন্ত উপরে উঠে। > এই অগ্নুৎপাতের লাভা ৫৩৩০কি.মি দূর পর্যন্ত বিস্তৃত হয়। > বিস্ফোরণটির ক্ষমতা ছিলো রাশিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিলো তার ২৬গুন বেশী। ============

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।