আমাদের কথা খুঁজে নিন

   

আগ্নেয়গিরির দ্বীপ কামচাটকা

কামচাটকা একটি উপদ্বীপ। এটি রাশিয়ার একেবারে পূর্বদিকে অবস্থিত। এর আয়তন দুই লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার। এখানে বাস করে প্রায় তিন লাখ মানুষ। সম্প্রতি দ্বীপটিতে জেগে ওঠা এক আগ্নেয়গিরির ক্রমাগত লাভা উদগিরণের ফলে গোটা দ্বীপটিই ছাইয়ে ঢেকে গেছে।

কামচাটকা উপদ্বীপের মধ্যে রয়েছে ১৬০টি আগ্নেয়গিরি যা দ্বীপটিকে বাইরের বিশ্বের কাছে আকর্ষণীয় করে তুলেছে। আগ্নেয়গিরিগুলোর মধ্যে ২৯টি বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। এই সক্রিয় ২৯টি আগ্নেয়গিরির ১৯টিই ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত।

কামচাটকা উপদ্বীপের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরিটির নাম ক্লিউচেভোস্কোই আগ্নেয়গিরি। ১৫ হাজার ৫৮৪ ফিট উচ্চতার এই আগ্নেয়গিরিটিই সম্প্রতি লাগাতারভাবে লাভা উদগিরণ শুরু করেছে।

চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে এই লাভা উদগিরণ শুরু হয় যা ওই মাসের ২১ তারিখ থামে। পরবর্তীতে অক্টোবরের ১২ তারিখ থেকে পুনরায় শুরু হয় লাভা উদগিরণ। ক্লিউচেভোস্কোইয়ের সঙ্গে পাল্লা দিয়ে অক্টোবরের ১১ তারিখ থেকে লাভার উদগিরণ শুরু করেছে ঐ অঞ্চলের ১০ হাজার ৭৭১ ফিট উঁচু শিভেলুচ আগ্নেয়গিরিও।

আগ্নেয়গিরিবিষয়ক বার্তা সংস্থা ভলকানো ডিসকভারির কাছ থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী, ৩ নভেম্বরও আগ্নেয়গিরি দুইটি থেকে লাভা উদগিরণ চলছিল। ক্লিউচেভোস্কোই ও শিভেলুচের ভেতরের আগুন ক্রমাগত বাইরে ঠেলে দেয়ার এই প্রবণতা গোটা দ্বীপটিকেই ছাইয়ে ঢেকে ফেলেছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।