ভূতত্ত্ববিদদের সবার চোখ এখন টঙ্গাটুপা নামক দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় একটা ছোট্ট দ্বীপে। গত সপ্তাহ থেকে হঠাৎ করে সাগরের নীচ থেকে একটি আগ্নেয়গিরি জীবন্ত হয়ে উঠেছে। বাস্প, ছাই এবং ধোয়ার কুন্ডলী প্রায় কয়েকশত ফুট উপর পর্যন্ত উঠছে।
এটির উৎগরন এখনও আশে পাশের শহরের জন্য বিপদজনক নয়। সাগরের মাছ এবং অন্য প্রানীকুলও বিপদমুক্ত।
এই আগ্নেয়গিরিটি টঙ্গাটাপু দ্বীপ থেকে প্রায় ১০ মাইল দূরে অবস্তিত। এর আশেপাশে আরো প্রায় ৩৬টি এরকম ডুবন্ত আগ্নেয়গিরি রয়েছে।
টঙ্গাটাপু দ্বীপের লোকজন সোমবার সকালে প্রথম বাস্প এবং ধোয়া দেখতে পায়। এর কিছুক্ষন আগে তারা হালকা ভূমিকম্প অনুভব করে। এই ডুবন্ত আগ্নেয়গিরির অগ্নুপাত অবশ্য এই প্রথম নয়।
এর আগেও অনেকবার হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে।
নিচে ভিডিও দেয়া হলো।
ভিডিও
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।