আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ংকর সুন্দর ঃ আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাত।


Eyjafjalla হিমবাহের নিকটবর্তী জাগ্রত আগ্রেয়গিরি থেকে বেড়িয়ে আসা ধোঁয়ার কুন্ডলি মেঘের উপরে বিস্তৃত হয়ে পড়েছে। (১৪ এপ্রিল২০১০) অগ্নুৎপাতের কারণে দক্ষিণ আইসল্যান্ডে একটি হিমবাহ গলে যাবার দৃশ্য। (১৪ এপ্রিল২০১০) অগ্নুৎপাতের কারণে একটি হিমবাহ আংশিক গলে গিয়ে দক্ষিণ আইসল্যান্ডে সৃষ্ট প্লাবনের ছবি। হিমবাহের পানি পুষ্ট নদী Markarfljot তে স্ফীত-উন্মত্ত জলরাশি। (১৪ এপ্রিল২০১০) অগ্নুৎপাতের কারণে সৃষ্ট বন্যা।

(১৪ এপ্রিল২০১০) অগ্নুৎপাতের কারণে আংশিক গলে যাওয়া Eyjafjalla হিমবাহের পানির তোড়ে ভেসে যাওয়া একটি রাস্তা। অগ্নুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়া ও বাষ্পের কুন্ডুলী। ২৪ মার্চ তোলা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ......শুভ্র তুষারের মাঝে লাভার প্রবাগ আর গলে যাওয়া বরফ থেকে সৃষ্ট বাষ্পের কুন্ডলী। ২৭ মার্চ তোলা চিত্র রাতের আকাশে দূরে দৃশ্যমান আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত জ্বলন্ত লাভা। ২৭ মার্চ অগ্নুৎপাত দেখতে সমবেত পর্যটক।

জ্বলন্ত লাভার প্রবাহ। জ্বলন্ত লাভা। (২৮ মার্চ) ২১ মার্চ দিনে পাহাড়ের বুকে আতশবাজির খেলা। ২১ মার্চ রাতে পাহাড়ের বুকে আতশবাজির খেলা। রাতের রূপ।

২৭ মার্চ। ১৫ এপ্রিল আগ্নেয়গিরির পাশ্ববর্তী অঞ্চলে ঘন ধোঁয়া ওর বাষ্পের মেঘ। আগ্নেয়গিরি কোলে একটি ভোর। নাসার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে .........অগ্নুৎপাতে সৃষ্ট ধোঁয়া আইসল্যান্ড (বামে) থেকে যুক্তরাজ্যের উত্তর সীমান্তের দিকে দেয়ে আসছে । ********************************************** আইসল্যান্ডের অগ্নুৎপাতে পুড়েছে আমার কপালঃ আইসল্যান্ড অগ্নৎপাতের আগুনে পুড়ছে এই বাঙ্গারের কপাল।

আমার বস তাঁর ৩০ বছরের চাকুরী জীবনে ১ম সরকারী বিদেশ সফরে ১০ দিনে জন্য ফ্রান্স ও ইংল্যান্ড যাওয়া বথা ছিল গত ১৮ তারিখ ভোরে। ভেবেছিলাম ক'দিন গায়ে হাওয়া লাগিয়ে আর মনের সুখে ব্রগে ক্যাচার করে ক'টাদিন কাটাবো। ১৮ এপ্রিল সকাল ১০টায় অফিস ফাঁকি দিয়ে বিছানায়....... তখন বসের নম্বর মোবাইলে ভেসে উঠতে পিলে চমকে উঠলো। ....................ফ্লাইট বাতিল হয়ে বসের মেজাজ তখন সপ্তমে ....... তার উপর আমার............। *********************************************** আরও ছবি দেখুনঃ ১) Iceland volcano (24 images) Click This Link ২) Volcano in Iceland Click This Link ৩) Iceland's disruptive volcano Click This Link ৪) Volcano in Iceland Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.