আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: শুধু ইডেন কলেজ নয়

এখনো গেলনা আঁধার...............

সামহোয়ারের কিছু লেখা আর কমেন্টসগুলো দেখে আমারো কিছু লিখতে ইচ্ছে হল। ইডেন কলেজের ঘটনাটি বারবার আলোচনায় আসছে এ কারনে, ইডেন কলেজের কিছু মেয়ের ন্যাক্কারজনক চরিত্র প্রকাশ পেয়ে গেছে। অন্য কলেজেও কি এধরনের নেই? ঘটনাটি প্রকাশ পেল কেন? কারণ কিছু মেয়ে এসব এর প্রতিবাদ জানিয়েছে। তারা অবশ্যই ভাল মেয়ে হিসেবে থাকতে চেয়েছে। ভাল মেয়ের সংখ্যা বেশি না খারাপ মেয়ের সংখ্যা বেশি।

আচ্ছা এই রেটিংয়ের প্রয়োজন নাই। ভালমন্দ দুটোই থাকুক। আমরা যদি এটা ধরে নিইযে বাংলাদেশের প্রায় শিক্ষা প্রতিষ্টানে এই ধরনের কিছু খারাপ চরিত্রের মেয়ে আছে। ছেলেও কি নেই? অবশ্যই আছে। এক হাতে তো আর তালি বাজেনা।

এভাবে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কিছু সংখ্যক ছেলেমেয়ে থেকে থাকে তাহলে আর ইডেন কলেজের দোষ দিয়ে লাভ কি? আসলে আমাদের মন মানষিকতাটাই পাল্টে গেছে। আমরা অশ্লীল কোন কিছু পেলে তা নিয়ে মেতে থাকতে পছন্দ করি। উপরে যতই ভালমানুষের মুখোশ পরে থাকিনা কেন। মনটা সবসময় সিক্রেট কোন কিছু দেখার অপেক্ষায় থাকে। আগে নিজে ভাল হই।

তারপর অন্যকে ভাল করতে চেষ্টা করি। নিজে ভাল না হয়ে অন্যকে ভাল হতে উপদেশ দেয়া বা খারাপ কেন তা নিয়ে সমালোচনা করার কোন মানে হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।