আমাদের কথা খুঁজে নিন

   

নিজস্ব রাধা ও বৃন্দাবন

শব্দশিখা জ্বলে...

আবদুর রব আমি নোনামাছ খেয়ে চরের কাদায় হেঁটে হেঁটে বেড়েছি সেখানে; সে তোমাকে বুক খুলে দেখিয়েছে নোনামাংস- বালি-হৃদয়ের উর্বরতা ! সে তোমার পূর্বতন প্রেম; ইভ ও নয় আদমের প্রথম সঙ্গিনী- তারও ছিল প্রেমিকা- লিলিথ; এখনো প্রতিটি চন্দ্রাহত যুগলের মিলন মুহূর্তে এ অভিচারিণী শরীর তরঙ্গে সৃষ্টি করে সূক্ষ্ম ব্যবধান; মানুষ কখনো তাই ছুঁতেও পারে না শরীর রহস্য; অর্থময়/অর্থহীন জীবন এভাবে মাটিতলে প্রবাহিত নদী খোঁড়ে, বয়ে চলে...। পৃথিবীতে সকল কৃষ্ণেরই আছে নিজস্ব রাধা ও বৃন্দাবন- মিলন অতৃপ্ত জীবন তো নয় তবু ব্যক্তিগত; এও এক সৌরঝড়, প্রকৃতির চিত্ত উদ্বেলতা- এখান থেকেই শুরু হয় জিতবন...প্রসাধন... প্রাত্যাহিক কর্মঘন্টা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।