আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...
পার্বত্য চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী অনেক পুরনো। বিগত আওয়ামী লীগ শাসনামলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কাজও শুরু হয়। কিন্তু প্রথম থেকেই পাহাড়ে উচ্চ শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে পাহাড়ের মোড়ল সন্তু লারমা। তার মতে,পার্বত্য চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় দরকার নাই। আজ ১৪ মার্চ কালের কন্ঠ পত্রিকায় সাক্ষাতকারেও সে একই কথা বলেছে। এর পক্ষে তিনি নানা কুযুক্তি দেন। কিন্তু আসল যুক্তি বা বিরোধীতার কারণ কি জানেন??
শুনুন.......
১.এখানে বিশ্ববিদ্যালয় হলে সারাদেশ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসবে আর এতে পাহাড়ী ছাত্র পরিষদের গাদ্দারি কমবে
২.বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্থানীয় ইস্যুতে গবেষণা করবেন,লিখবেন,ফলে সন্তু লারমাদের গোমর ফাঁষ হবে,এখন ঢাকা কেন্দ্রীক ভাড়াটে বুদ্ধীজিবি আর সাংবাদিক এনে যে কাজ করানো যায়,তা আর হালে পানি পাবেনা।
৩.এখানে বিশ্ববিদ্যালয় হলে স্থানীয় বাঙালীরা শিক্ষিত হবে,পাহাড়ীদের জন্য তো সব শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আছে,বাঙালী শিক্ষিত হলে সেও আসল তথ্য জানাবে সারাদেশ,সারা পৃথিবীকে..
৪.বিশ্ববিদ্যালয় মানেই মুক্ত প্রাণ,খোলা মন..সংকীর্ণমনা সাম্প্রদায়িক,বাঙালী বিদ্বেষী,বাংলাদেশের জাতীয় দিবস এবং শহীদদের প্রতি যার সামান্যতম শ্রদ্ধা নেই সেই সন্তু লারমার তো বিশ্ববিদ্যালয় ভালো লাগবেনা !
শেখ হাসিনা চান যে কোন মূল্যে পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় আর সন্তু বলেন,যে কোন মুল্যে তিনি তা ঠেকাবেন .................দেখা যাক.......কি হয় ! তবে পাহাড়ের সাধারন পাহাড়ী-বাঙালী সবাই বিশ্ববিদ্যালয় চায়.........মেডিকেল কলেজ চায়>..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।