আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা নোবেলের অর্থ দিচ্ছেন ১০ দাতব্য প্রতিষ্ঠানকে



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার নোবেল পুরস্কারের ১৪ লাখ ডলার ১০টি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি এ ১০ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছেন। তারা যুদ্ধাহত প্রবীণ সেনা থেকে শুরু করে হাইতির ভূমিকম্প বেঁচে যাওয়া মানুষের পাশাপাশি সংখ্যালঘুদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ করে আসছে। এক বিবৃতিতে ওবামা বলেন, “যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরের ছাত্র, প্রবীণ সেনা এবং অভাবীদের মধ্যে এসব প্রতিষ্ঠান অসাধারণ কাজ করে যাচ্ছে। ” গত বছর অপ্রত্যাশিতভাবে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ওবামা এর অর্থ দান করার অঙ্গীকার করেছিলেন।

তবে অর্থ দান করার জন্য তিনি যে প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছেন তার মধ্যে কোনো কোনোটি রাজনৈতিক দিক থেকে দেশের নির্বাচনী আসন হিসাবে গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউস জানায়, এর মধ্যে এককভাবে আড়াই লাখ ডলার পাচ্ছে যুদ্ধাহত প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিশার হাউস। দুই লাখ ডলার পাবে হাইতির ভূমিকম্প বিধ্বস্ত জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশের গড়া ক্লিনটন-বুশ হাইতি ফান্ড। হাইতির জনগণের সাহায্যার্থে ওবামার অনুরোধে এ ফান্ড গঠন করা হয়। কলেজে ছাত্র উপস্থিতির হার বাড়াতে কাজ করে যাওয়া কলেজ সামিট, হাই স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান পোসে ফাউন্ডেশন।

ইউনাইটেড নেগ্রো কলেজ ফান্ড, হিস্পানিক স্কলারশিপ ফান্ড, আমেরিকান ইন্ডিয়ান কলেজ ফান্ড এবং এপলেশিয়ান লিডারশিপ এন্ড এডুকেশন ফাউন্ডেশন-প্রত্যেকে পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার করে। আফ্রিকায় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পানি সরবরাহ নিয়ে কাজ করে যাওয়া আফ্রিকেয়ার এবং সেন্ট্রাল এশিয়ান ইন্সটিটিউট পাচ্ছে এক লাখ ডলার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।