রাজধানীর অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১০ মার্চ এক চিঠিতে রাস্তার পাশে ও ফুটপাতের ওপর থেকে নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা আজ শনিবারের মধ্যে সরিয়ে নিতে বলেছে।
অথচ ডিসিসিরই একটি চক্র আবার টাকার বিনিময়ে ফুটপাত বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
হকাররা জানান, এখন উচ্ছেদের কথা বলা হলেও ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে তাঁদের ফুটপাত বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য হকার সমিতির নেতারা প্রত্যেক হকারের কাছ থেকে দুই লাখ টাকা করে নিচ্ছেন।
হকাররা জানান, রাজধানীর নিউমার্কেট ও গাউছিয়া এলাকার ফুটপাত বরাদ্দ দিয়ে গত এক মাসে অন্তত ১০০ হকারের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে। মতিঝিল, মিরপুরসহ রাজধানীর আরও কয়েকটি এলাকায় একই প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২০০১ সালের এপ্রিল মাসে হাইকোর্ট ফুটপাত হকারমুক্ত করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেন। প্রতি তিন মাসে একবার এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশও ছিল ডিসিসির প্রতি। কিন্তু এ নির্দেশনা মানা হচ্ছে না।
উল্টো সিটি করপোরেশনই ফুটপাত বরাদ্দ দিচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।