ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
"হারবিচ্চারে তোবা কৈরা, বল খেলাডা চাড়"- এরাম একটা গান শুঞ্ছিলাম। কিন্তু আমরার রকিবুল যে হাচা হাচাই তোবা কৈরা বল খেলা চাইড়া দিব...ইরাম বুঝি নাই। অবসর লওনটা আমাগো কালচারেই নাই। কবরে এক পা, এক হাত ঢুইকা রইছে, ঝাতি অবসর ছাইতাছে, তাও অবসর নেয় না এরম কত আছে। আমাদের নান্নু, আকরামরে অবসর দিতে কিরম ঝক্কি গেছে...তা নিশ্চয় সক্কলের ইয়াদ আছে ।
যাজ্ঞা, মূল কাহিনী হৈল, ২২ বছরের চেংড়া পোলা অবসর-অবসর খেলা শিখল কৈত্থে? চাচা-মামারা তো এরম ছিল না। কাহিনীডা কি?আজকের দিনে এইটাই বাংলাদেশে মিলিয়ন পৈসার প্রশ্ন।
ঢাকার বাতাস থিকা যেইসব স্পেকুলেশন জানা গেছে হের মইদ্দে সরকারী দলের ভাষ্য "আশরাফুলরে বাদ দেয়ায় মির্জা আব্বাস গোসসা হৈয়া (এলাকার পুলা বাদ গেলে দরদী নেতা বেজাড় হৈতেই পারেন)...রকিবুলের বাসায় তবারক পাঠাইছেন"। আব্বাস সাহেবের তবারকে এমন কিছু ছিল "হি(রকিবুল) কান্ট ডিনাই ইট"।
বিরোধী দলের ভাষ্য "লুডা থুক্কু লুটাস কামালের সাথে তেড়িবেড়ি করায় সে...রকিবুলরে আরামে বসতে কৈছে"।
ছুডু বেলায় পিটি ক্লাসে "আরামে দাঁড়াও" শুনছি। কিন্তু "আরামে বসা" কি জিনিস সেইটা আইজগা বুঝলাম।
এদিকে আমাদের এরশাদ নানা বলেছেন "আজকাল কার ছেলে পেলেরা ২২ বছরেই ফুরিয়ে যাচ্ছে, স্ট্যামিনা নেই। আমার মতএকটা লং ইনিংস খেলার সামর্থ্য এদের নেই। আপা যদি ক্রিড়া মন্ত্রানালয়ের দ্বায়িত্ব আমাকে দিতেন তাহলে আজ এসব হোত না।
আমি ওদের যৌবণ ধরে রাখার, বল বৃ্দ্ধি করার টিপস দিতাম"।
যাজ্ঞা পলিটিকাল প্যাচাল শুনার জন্য আপ্নারা নিশ্চয়ই বাঙ্গালের লেখা পড়েন না। আপ্নারা চান বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্লেষন। হেহে। আমি জানি।
তাইতো নানা দিকে আতাপাতা লাগায়া জানতে পারছি আসল কারন।
পোলার বয়স ২২। দিলটা নরম। দ্যাশে বিদাশে খেলাধুলা কৈরা তার নরম দিল বেচইন হৈছে। সে ভাল ছেলে।
উলটাপালটা কিছু করে নাই। পরিবাররে জানাইছে তার দিলের কথা। কিন্তু পরিবার তারে ২২ বছরে বিয়া দেবে না। বাপে কৈছে "তুই টেস্টে একটা সেঞ্চুরি কর্তার্লে বুঝহুম তুই বিয়া করার মত স্ট্যাবল হৈছোস। যা মন দিয়া খেল।
" রকিবুল দেখল এরা তো তারে প্যাচে ফেলাইছে। সেঞ্চু---রীইইইই...সেইটা কি মুখের কথা? সেও বাপকা বেটা...বাপরে উলটা প্যাচে ফেলাইতে...সে অবসরের ঘোষনা দিয়া ফেলছে। রকিবুলের এক অজ্ঞাত পরিচয় মামা এইসব জানাইছে। এমতাবস্থায় রকিবুলরে বিহা দেয়া ছাড়া আমার মাথায় আর কুন বুদ্ধি আস্তেছে না। কি কন, মুরুব্বি?
---------------------
বাঙ্গালের অন্যান্য রম্য লেখা
ক্যান্টিনে শোরগোল!- বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান
বুয়েটের ঝড় ডুয়েটেও আসিতেছে! হুশিয়ার!
নয় রশি পীরের(RP9) তাবীজ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।