আমাদের কথা খুঁজে নিন

   

খাজা বাবা হয়রানপুরী ফ্যান ক্লাব: দলে দলে যোগ দিন



টাইটেলেই সব বুঝেছেন আশা করি........ এখনো যে ব্লগার ব্লগে রেজিস্টার করেনাই তার ব্লগে কমেন্ট না করা সত্ত্বেও আমাকে এবং আরো অনেককে তার ব্লগে ব্লক করে রাখা হয়েছে! মুক্তিযোদ্ধাদের ধর্ম পরিচয়ে ফেলতে চাওয়া পোস্টে কয়েকজন ব্লগার প্রতিবাদ করার পরে সেই "রেজিস্টার না করা ব্লগার" এর ব্লগে ব্যান খেয়েছেন। ডারউইনের মতবাদকে এই ব্লগার করেছেন তুলোধুনো (সেই তুলা আজ রপ্তানী হচ্ছে ইরানে, শুকর আলহামদুলিল্লাহ) যাইহোক, আপনাদের অনেক সুযোগ দেয়া হয়েছে ফ্যান ক্লাব খোলার। কিন্তু আপনারা লগে এসে নিয়মিত ব্যক্তি আক্রমণ আর আবোল-তাবোল মন্তব্য করতেন তার পোস্টে, ফ্যান ক্লাব খোলার কথা কেউ ভাবেন নাই কেন ??? আর সহ্য করা গেল না....... ফ্যান ক্লাব একটা খুলেই ফেললাম মন খুলে আলোচনা করার জন্যে....... তো দেরী কেন ??? দলে দলে যোগ দিন: বাংলার শ্রেষ্ঠ জোকার- খাজা বাবা হয়রানপুরী ফ্যান ক্লাব উল্লেখ্য: ■ পেজটিতে আপনারা চাইলেই যে কেউ ফ্যান হয়ে ফটো আপলোড করে তাতে ট্যাগ করতে পারবেন ■ ওয়ালে যে কেউ লিখতে পারবেন ■ ২৫ জন হলে একটা ইউজারনেম নেয়া যাবে...... প্লিজ আর ১৯ জন লাগবে ■ সামহোয়ারইনে রেজিস্টার না করা একজন ব্লগারকে নিয়ে কথা হচ্ছে, অন্য কাউকে নিয়ে নয় কিন্তু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.