আমাদের কথা খুঁজে নিন

   

খাজা বাবা দেওয়ানবাগীর উপর গবেষণা করে পিএইচডি লাভ!!!!!!!!

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

আজকে (২৬/৫/২০১০) দৈনিক ডেসটিনির ৩ নম্বর পাতার ১ নম্বর কলামের একটি নিউজ পড়ে হাসব না অভিভুত হব তা বুঝে ওঠতে পারছি না। সত্যি বলতে নিউজটা পড়ার পরে আমার অনুভুতিটা বোধ হয় অন্তত কিছু সময়ের জন্য কাজ করছিল না। সংবাদটার শিরোনাম হচ্ছে, ‍‍প্রফেসর মান্নান পিএইচডি ডিগ্রী পেলেন। প্রফেসর মান্নান সাহেবকে আমি চিনিনা। কিংবা এ সমস্ত সংবাদগুলোকে আমি খুব মনোযোগের সাথে পড়ি তাও নয়।

তারপরেও এ সংবাদের অন্তর্নিহিত বিষয়টি আমাকে ব্যাপকভাবে আন্দোলিত করল। যাহোক, বিস্তারিত বিজ্ঞপ্তি বা সংবাদটির সারমর্ম দাড় করালে যা দাড়ায় তা হলো বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক আবদুল মান্নান মিয়া সম্প্রতি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী পেয়েছেন। তাঁর গবেষণার বিষয় ছিল: একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী ও সংষ্কারক; সুফী সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী এবং তাঁর জীবন দর্শন। সত্যিই ভদ্রলোকের গবেষণার বিষয়বস্তু আমাদের চলমান আধুনীক সভ্যতা এবং সমাজ ও জাতির জন্য অতীব প্রয়োজনীয় এবং নিঃসন্দেহে দরকারি। যে প্রতিষ্ঠান তাঁকে এ অমুল্য গবেষণার সুযোগ দিয়েছেন এবং গবেষণার বিনিময়ে পিএইচডি দিয়েছেন তারাও অনন্য।

তাঁরা অবশ্যই সাধুবাদের যোগ্য। আশা করতে পারি এসব সাধু প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে দিন দিন পিছিয়ে যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.