ক্রিকইনফো'তে নিউজটা দেখেছেন কেউ ??? টাইটেল হল:
"Raqibul Hasan quits international cricket"
এইটা আমাদের দেশের রকিবুল..... এইটা সেই রকিবুল যে ম্যাচের পর ম্যাচ বাংলাদেশকে ডুবায় টিম থেকে বাদ পড়েছে
ভাবছেন, সে কি হতাশা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ??? পুরা ভুল করলে যদি তাই ভাবেন
এই ***&^%*** অবসর নিয়েছে কারণ ওটাকে টি-২০ ওয়ার্ল্ড কাপ টিমে নেয়া হয়নি, সাম্প্রতিক ওয়ানডে সিরিজে নেয়া হয়নি এবং এখন সে ইংল্যান্ডের সাথে সেঞ্চুরী করার পরেও কেন তাকে টেস্ট টিমে নেয়া হল না ???
এইটা কি মামাবাড়ি'র আবদার নাকি ?? ও টি-২০ এর কি পারে??? ৫ ইনিংসে ৫১ রান করেছে ওইটা..... ওয়ানডেতে বল নষ্ট ছাড়া আর কি পারে ঐ **** ??? ওয়ানডে'তে বাদ দেয়ার আগে কয়টা ম্যাচে বাংলাদেশকে ডুবায় আসছে ??? আর টেস্ট ??? টেস্টে ওর লাস্ট ইনিংসগুলি দেখেন: http://stats.cricinfo.com/ci/engine/player
শালার বাংলাদেশ টিমরে সবাই মামাবাড়ী বানায় ফেলসে, ক্রিকেট বোর্ডের উচিত এরকম আজাইরা প্লেয়াররে লাত্থি দেয়া....... বাদ সবাই পড়ে কিন্তু পারফর্ম করে ফেরত আসে, রকিবুল এক ম্যাচ ভাল খেলে এমন কিছু করে ফেলে নাই....... ওরে যদি রিকোয়েস্ট করা হয় তাইলে টিমের ও তৃণমূলের বাকিদের অপমান হবে
এরকম হাজারটা রকিবুল আসবে যদি এবার টিম ম্যানেজমেন্ট স্ট্রিক্ট হয়....... দেশপ্রেম / প্রফেসনালিজম এর সামান্যতম বোধটাও যার নাই তাকে ফেরত আনার কোনই কোনই কোনই দরকার নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।