আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রকিবুল



সদ্য সংবাদ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান রকিবুল হাসান। এরই মধ্যে তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন এর মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবি অপারেসন্স কমিটির চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ পত্র দেন। এতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জালাল ইউনুস জানান, রকিবুলের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। রকিবুলের পদত্যাগ করায় হতবাক হয়ে পড়েছেন তার সতীর্থরা। তারাও তাকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু রকিবুল তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এর আগে দুপুরে রকিবুল তার বড় ভাই শফিকুল হাসানকে ফোন করে ক্রিকেট খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

রকিবুল বলেন, "ভাই, আমার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব নয়। আমি আর ক্রিকেট খেলবো না। " তার খেলা ছেড়ে দেয়ার ব্যাপারে পারিবারিক কিংবা অন্য কোনো সমস্যা নেই বলে দাবি করে শফিকুল বলেন, "ব্যক্তিগত রাগ বা অভিমানের কারণে সে ক্রিকেট ছেড়ে দিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরাও তাকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে তার সিদ্ধান্তে অটল।

আমরা তাকে আবারো বোঝাবো। " ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তাকে দলে রাখা না হলেও টেস্ট দলে জায়গা পেয়েছিলেন তিনি। টেস্ট দল ঘোষণার একদিন পরই তিনি পদত্যাগ পত্র জমা দেন। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে রকিবুল প্রথম ইনিংসে অপরাজিত ১০৭ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫১।

রকিবুল ৭টি টেস্টে ২৬৮ রান করেছেন, গড় ১৯.১৪। তবে একদিনের ক্রিকেটে তার গড় অনেক ভালো, ২৯.৩৪। ৪১টি খেলায় রান করেছেন ১০২৭। Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.