ভিন্ন কিছুর অপেক্ষায়.....
.
.
.
.
.
.
রকিবুল যে কাহিনী করলো সেইটা নিয়া সবাই চিল্লাচিল্লি করতাছে, রকিবরে জ্ঞান দিতাছে।
"Rash and em0tional decission নিছে। পিচ্চি ছেলে। আবেগী। কনফিউজড।
অরে আরো চিন্তা করতে হবে... হাং তাং" কথাবার্তা ভালোই চলতাছে।
কিন্তু যে রকিবুল পুরা ক্যারিয়ারে মোট ছয়টা ছয় মারছে সেই রকিবুল এক ম্যাচে পাচ টা!
পোলার যে সামর্থ্য আছে সেইটা সে দেখায়া দিছে।
আর যারা অরে বাদ দেওয়ার জন্য ১৩ জনের দল বানাইছিলো অগো পশ্চাদ্দেশে কইষ্যা লাগাইছে।
কিন্তু রকিবুলের সিদ্ধান্ত টাইগারের বাচ্চার মতো হৈছে। 'দু পায়ে ঠেলে দিয়েছে।
'
পোলার অফ ফর্ম যহন যাইতাছে তহন অরে বাদ তো দিছেই এরপর আরো গালাগালিও করছে। আবার ১৪ জনের দলে ও থাকতে পারবো না; তাই অরে বাদ দেওয়ার জন্য ১৩ জন বানাইছে।
একটা প্লেয়ারের কনফিডেন্সরে কিক দেওয়ার জন্য আর কি লাগে!
এইগুলান সব হৈল বাআল কামলা(কামাল)র কাজ। ক্রিকেটের মইধ্যে ধুমায়া চান্দাবাজির রাজনীতি শুরু করছে। :-@
রাকিবুল পোলাডা চিয়ার লিডার খেলার প্লেয়ার না।
ওয়ানডেতেও খুব ইফেক্টিভ না, কিন্তু পোলায় যে বীরের মতো কাম করছে সেইজন্য সে 'শাবাশ' পাওয়ার যোগ্য!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।