আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।
প্রশ্ন- ভাই কেমন আছেন?
রকিব- ভাল। ৪০+ করেছি। নেক্স্ট ট্যুর ৬০% নিশ্চিত। মাস্তি তে আছি।
প্রশ্ন-দেশ এভাবে হারল আর আপনি মাস্তি তে আছেন?
রকিব- ইয়ে মানে দেখেন দেশ ত প্রতিদিন ই হারছে। তাই বলে আপনি মন খারাপ করে বসে থাকবেন? আমাদের সবাইকে পজিটিভ হইতে হবে।
প্রশ্ন- রকিব সাহেব আপনার মনে হয় ধারণা নাই বাংলাদেশের মানুষ আপনাদের খেলা দেইখা এক্সল্কেমেটরি আর ইন্টারগেটিভে হাবুডুবু খাইতাছে। আপনার ব্লাড গ্রুপ পজিটিভ না নেগেটিভ এইটা বরং আপনি জেনে রাখেন। কাজে লাগতে পারে।
রকিব- ইয়ে মানে.....বুঝলাম না।
প্রশ্ন- বাদ দেন, কোন খেলোয়াড় আপনার আদর্শ?
রকিব- আমার আদর্শ জাভেদ ওমর বেলিম ভাই। জাভেদ ভাই এর মত খেলোয়াড় প্রিথিবীতে খুব কম জন্মাইছে।
প্রশ্নকানে কানে কন ত আপনি যখন ব্যাটিং করেন তখন আপনার মাথায় কি চিন্তা থাকে?
রকিব-ভাই কইয়েন না। হালার ব্যটিং করা যে এত কঠিন আমার মাথায় খালি চিন্তা থাকে কখন এক রান নিয়া ঐ পাশে চইলা যাই।
গেলেই শান্তি। আসলে আমি ত জানি আমি কত ফাউল তাই কোনও রকমে টিক্কা থাকা আর কি।
প্রশ্ন- সতীর্থ খেলোয়াড় দের কোন বিষয় আপনার সবচেয়ে ভালো লাগে?
রকিব- এই মনে করেন যখন তারা আমারে ননস্ট্রাইকিং এন্ডে এ রাইখা একে একে আউট হইয়া যায় তখন জোসস লাগে। মুখে একটা দু:খ দু:খ ভাব নিয়া আসি আর মনে মনে নাচতে থাকি। কারন যত আউট হইব, আমারে তত কম মারতে হইব।
পিচে হুইয়া থাকুম। আমি এই হুইয়া থাকা ছাড়া আর কোনও শট জানিনা। বাকি মনে করেন ব্যাটের কোনায় কানায় লাইগ্গা রান হইয়া যায়।
প্রশ্ন- আপনার মত খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট টিমে টিকে আছে কিভাবে?
রকিব-এইটা আপনি কি বল্লেন? যে দেশে সাহারা খাতুনের মত আপা স্বরাস্ট্র মন্ত্রি হইতে পারেন, সেলোয়ার খুলা দেলোয়ার আবার বি এন পি এর মহাসচিব হইতে পারে সেখানে আমি দোষ করলাম কোথায়?
প্রশ্ন-জনগনের মতে আপনারে বাদ দিয়া আফতাবরে নেয়া উচিৎ। আপনি কি বলেন?
রকিব- যারা এই সব উল্টাপাল্টা কথা বলে তাদের একবার মাঠে নামানো উচিৎ।
প্রশ্ন- কথা কম কও মিয়া। সবার আলাদা আলাদা কাজ আছে। এই যে আমি তোমারে পঁচাইতাছি, তুমি পারবা? পারবা না। খেলা তোমার কাজ তার পরেও তুমি যে খেলা খেল, এর চেয়ে ভালো ফুটবলার আমিনুল রে নামাইদিলেও খেলব অথবা পিনাক রে। ... কইলাম আর কি।
তয় মনে রাইখ খেলতাছ কিন্তু আমার বাংলাদেশের পতাকা লইয়া। আমগো রে জবাব দিতেই অইব। আর এখন বাংগালী ক্রিকেট বোঝে। অতএব স্বাবধান। তোমার লগে আর খামাখা টাইম নষ্ট করুম না।
তুমিও যাও তোমার মাঠের বাইরের খেলা, মানে লবিং শুরু কর গিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।