বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইসিসির ম্যাচ রেফারি রকিবুল হাসান আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর ল্যাবএইডের কনসালট্যান্ট ডা. রাশেদুজ্জামান সাংবাদকিদের জানান, তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনদিনের মধ্যে তাকে রিলিজ দেওয়া হবে।
এর আগে হার্ট অ্যাটাক হওয়ায় বুধবার রাত ৯টার দিকে রকিবুল হাসানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টায় অপারেশনের মাধ্যমে তার হার্টে রিং বসানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে তিনি ল্যাব এইডের করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) এর বেড-১ এ চিকিৎসক অধ্যাপক আবু জাহেরের পর্যবেক্ষণে রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।