আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ অরণ্যে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সবুজ অরণ্যে আঁকাবাঁকা পথে যেতে তুমি ছিলে পাশে, এলোমেলো খোলা চুল উড়ছিল বাতাসে। আলোছায়া মেঘরোদ লুকোচুরি খেলছিল, দল বেঁধে পাখী আর দূরে ঘুড়ি উড়ছিল। লাল মাটির টিলা আর ঘনসবুজ অরণ্য, লাগছিল বেশ ভাল সব তোমারই জন্য। ডোবাজলে সাদা বক পা তুলে দাঁড়িয়ে, সবুজ ফসলের মাঠে চোখ যায় হারিয়ে। মেঠোপথ এঁকেবেঁকে গেছে কোন সুদূরে, নীলাকাশ ক্ষণে ক্ষণে ঢাকে মেঘ চাদরে। তুমি আমি নির্বাক কথা নেই মুখে আজ, চোখ মেলে দেখি শুধু সবুজের কারুকাজ। শহরের কোলাহল ভুলে আজ গেছি তাই, সবুজ এই মনটাতে দূষণের ছোঁয়া নাই। ছবি সূত্রঃ নরসিংদি যাবার পথে তোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।