আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের গল্প

আ মা র আ মি

কেউ একজন কোথাও লুকিয়ে আছে। আমি আতিপাতি খুঁজি। এঘর ওঘরে খুঁজে বেড়াই। অধিকাংশ ঘরের দরজাই বন্ধ। আমি কড়া নাড়ি দড়জায় দড়জায়।

আমি অপেক্ষায় থাকি। কোন দরজা খোলে, কোন দরজা খোলে না। আমি অপেক্ষায় থাকি। কোন দরজায় উঁকি দেয় কোন মুখ। আমি সংকোচে বলে উঠি, দুঃখিত।

কোন দরজায় নিতান্ত সাহস করেই জীজ্ঞেস করে বসি, আপনাকে কি আমি খুজছি? আপনি কি লুকিয়ে আছেন দরজার ওপাশে? মানুষটা অবাক হয়ে তাকায়, হয়ত বিরক্ত হয় বেশ, কেউবা আমার মতই সন্দেহে কাটায় খানিকক্ষণ, হয়ত কয়েক বছর, তারপর চায়ের কাপে ঠোট ডুবানো কোন এক দিন আমার মতই বলে ওঠে, দুঃখিত। আমি সুন্দর দেখি পথে, ফুল পড়ে আছে অবহেলায়। তুলে নিলে জানি হাতেই শুকাবে । আমি খালি হাতে খোলা চোখে তাকাই আকাশ। মেঘের লুকোচুরিতে কি একজন কোথাও লুকিয়ে আছে? আমি আতিপাতি খুঁজি।

_____________________________________________ ছবি: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.