মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
আগের পর্ব
Gwalior Fort
গোয়ালিয়র কেল্লা ভারতের সবচে প্রাচীন কেল্লাগুলোর একটি। এটি ভারতের মধ্য প্রদেশে অবস্থিত। মুঘল সম্রাট বাবর একে আখ্যায়িত করেছেন, ভারতের কেল্লাখচিত হারে হীরে বিশেষ। রাজা মানসিংহের দ্বারা নির্মিত মানমন্দির প্রাসাদটি গোয়ালিয়র কেল্লার সবচে দর্শনীয় বস্তু।
এই কেল্লাতেই মানব সভ্যতার প্রথম 'শূণ্য" সংখ্যাটির গোড়াপত্তন ঘটে। গোয়ালিয়র কেল্লা অনেক ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৮৫৭ সালের অভ্যুত্থান এবং ঝানসি-র রাণীর মৃত্যু।
আরও জানতে এইখানে ক্লিক করুন
Khajuraho
Khajuraho দিল্লী থেকে ৬২০ কিলোমিটার দূরে Chhatarpur জেলায় অবস্থিত মধ্য প্রদেশের একটি গ্রাম। Khajuraho মন্দির 950 A.D. থেকে 1050 A.D-র ভেতর একশত বছর ব্যপ্তি নির্মিত হয়েছে।
Khajuraho তে প্রাচীন হিন্দু এবং জৈন ধর্মের সর্বোচ্চ সংখ্যক মন্দির রয়েছে যেগুলো তখনকার প্রাত্যহিক নানান কর্মের দৃষ্টান্ত বহন করবার জন্য বিখ্যাত। Khajuraho বা প্রাচীন নাম Kharjuravahaka এসেছে সংস্কৃত শব্দ খাজুর (বা খেজুর থেকে)। এখানে অগুণিত কামকলার নিদর্শনের পেছনে একটি মত হচ্ছে, তখনকার দিনে ধারণা করা হত একজন ঈশ্বরের সান্যিধ্য লাভ করতে পারবেন নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে। আরেকটি মত হচ্ছে, তখনকার বিদ্যানুরাগীরা যখন বিদ্যাগ্রহণের পালা শেষ করে জীবন সংসারে অবতীর্ণ হতে প্রস্তুত, তখন তাদের এখানে আনা হত সামনের জীবন সম্পর্কে ধারণা দেবার জন্য। Khajuraho শুধু কামকলার সংগ্রহই নয় বরঞ্চ এতে সে সময়কার জীবনযাপন সম্পর্কে, সংগীত এবং নৃত্যকলা, শৌর্য-বীর্য, কলা, এবং যাতায়াত প্রণালী সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এটি ইউনোস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি এবং ভারতের সপ্তাশ্চার্য্যের একটি হিসেবে গণ্য করা হয়।
আরও জানতে এইখানে ক্লিক করুন
Orchha
ওর্চা মধ্যপ্রদেশের একটি শহর। রাজা রুদ্র প্রতাপ সিং ওর্চার গোড়াপত্তন করেন যিনি পরে ওর্চার প্রথম রাজা হন। মন্দির, প্রাসাদ এবং স্থাপনাসমৃদ্ধ ওর্চা বেতওয়া নদীর তীরে অবস্থিত। রাজমন্দির এবং জাহাঙ্গীর মহল ওর্চার উল্লেখযোগ্য দুটি স্থাপনা।
বীর প্রতাপ দেও তাঁর মিত্র মোঘল সম্রাট জাহাঙ্গীরের সম্মানার্থে জাহাঙ্গীর মহলের নামকরণ করেন।
আরও জানতে এইখানে ক্লিক করুন
পরের পর্ব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।