একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
হারিয়া যাওয়া মায়ান সভ্যতা বা আটলান্টিসের কথা আমরা কম বেশী সকলেই জানি...কিন্তু এটা কি জানি যে এই ভারতবর্ষেই অনেক প্রাচীন সভ্যতা ছিল যা কালের গর্ভে হারিয়ে গেছে......
জেনে নেয়া যাক সেইসব প্রাচীন নগরীর কথা যারা ছিল প্রাচুর্যে ভরপুর.......এবং অনেক নিদর্শনে সমৃদ্ব......
বিজয়নগর সাম্রাজ্য
বিজয় নগর ছিল সাম্রাজ্যের রাজধানী.....হিন্দু সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ সুপারপাওয়ার।
স্হাপিত হয়েছিল ১৩৩৬ সালে হরিহরন ১ এর দ্বারা.......
১৫০৯ থেকে ১৫২৯ সালে সাম্রাজ্য ছিল মধ্যগগনে......সম্রাট কৃষ্নদেবরের রাজত্বে....
প্রাচীন মার্কেট
বিজয়গর সাম্রাজ্য বিলুপ্ত হয় ১৬৪৬ সালে বিজয়পুর এবং গোলকুন্ডার সুলতান দের আক্রমনের মাধ্যমে....
নগরীর বর্তমান অবস্হান কর্নাটকে......
পুহার
পুহার অবস্হিত তামিলনাড়ুতে....
কাবেরী নদীর তীরে অবস্হিত বলেই এর প্রাচীন নাম কাবেরীপত্তম....
প্রাচীনকালে নগরীটি অনেক সমৃদ্ব ছিল সব দিকেই....
বর্তমানের পুহার বীচ
৪১৬ সালের সুনামীতে নগরীটি ধংস হয়ে যায়
মুজিরিস
এটি রোমান নাম.......অবস্হিত দক্ষিন ভারতের মালাবার কোস্ট এলাকায়...
ধারনা করা হয় নগরীটি খ্রিস্টপূর্ব ১৫০০ সালে স্হাপিত হয়েছিল এবং খ্রিস্টপূর্ব ৫০০ সালে ভারতের সর্বপ্রধান বানিজ্যকেন্দ্রে পরিনত হয়....
একটি ভূমিকম্পে নগরীটি ধ্বংস হয়ে যায়
লোথাল
বর্তমান গুজরাটে গিয়ে আপনার এই নগরীর খোজ করতে হবে।খ্রিস্টপূর্ব ২৪০০ সাল থেকে সিন্ধু অববাহিকায় এই সাম্রাজ্য ছিল ভারতের সর্বপ্রধান নৌ-বানিজ্যকেন্দ্র....
আবিষ্কার করা হয় ১৯৫৪ সালে।
লোথালের এই ডককে ধরা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন ডক....পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সাথে ভারতের বানিজ্যের জন্যই প্রধানত এই নৌকেন্দ্র ব্যবহার করা হত
কালীবঙ্গা
এটিও পড়েছে রাজস্হানে.....ধারনা করা হয় খ্রিস্টপূর্ব ২৮০০ সালে ভারতের প্রথম কৃষিক্ষেত্র এখানে চাষ করা হয়েছিল.....সিন্ধু অববাহিকার আরেক উজ্জল নিদর্শন এই কালীবঙ্গা(খ্রিস্টপূর্ব৩৫০০-খ্রিস্টপূর্ব১৭৫০)
একটি প্রলয়ঙ্করী ভূমিকম্পে এর পতন ঘটে....
Pattadakal
উত্তর কর্নাটকে মহাপ্রভা নদীর তীরে অবস্হিত ছিল এই শহরটি....অষ্টম শতাব্দিতে অজানা কারনে শহরটি ধ্বংস হয়ে যায়....
ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।