আমাদের কথা খুঁজে নিন

   

ভারতবর্ষের দর্শনীয় স্থানগুলো - ১

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
প্রাককথনঃ শুরুটা হয়েছে রবি ঠাকুরের "জাভা যাত্রীর পত্র" পড়তে যেয়ে। উনি বেশ কবার জাভার বর্ণনা করতে যেয়ে অজন্তা ইলোরা গুহাগুলোর কথা তুলছিলেন দেখে কৌতূহল হয়। এমন না যে অজন্তা ইলোরার নাম সেই প্রথম শুনলাম। কিন্তু নাম জানাটুকুনই, এর বেশী কিছু জানা ছিলনা।

সার্চ করতে যেয়ে উইকিপিডিয়া থেকে জেনে নিলাম বেশ কিছু। গুহার ভেতরের কোন ভিডিও আছে কিনা দেখতে যেয়ে NDTV-র নীচের ভিডিওটা পেয়ে যায়। শিরোনাম দেখে কৌতূহল হওয়াতে ঐ user এর বাকী ভিডিও গুলো দেখতে পেয়ে শিহরিত হয়ে উঠি। এ যে ভারতের সব দর্শনীয় জায়গাগুলো শুট করে নিয়ে এসেছে। সব মিলিয়ে ২৪১ টার মত ভিডিও।

হয়তো ভাবছেন তবে ভিডিওর নামে "Seven Wonders of India" লেখা আছে কেন। বলছি - ২৪১ টা ভিডিওর মধ্যে দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার বিশেষ দিকগুলো তুলে ধরে দর্শকদের কাছে অনুরোধ করছিলেন যদি দর্শকরা সেটি ভারতের ৭ টি সেরা আশ্চর্য্যের জায়গার একটি মনে করে তাইলে যেন ভোট করে। এভাবেই নানা আনুষ্ঠানিকটার মধ্য দিয়ে সেরা ৭ নির্বাচিত হয়। আমার নিজের কাছে যেগুলো মনে হয়েছে শিক্ষণীয় বা দেখতে যাওয়ার উপযুক্ত আমি সেগুলোকেই তুলে ধরছি। বলা বাহুল্য সেগুলো ৭ এর চাইতে বেশী।

সূচনা অজন্তা মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদের কাছে, ২৯ গুহা বিশিষ্ট অজন্তা, ঘোড়ার খুড়াকৃতি গিরিখাতে অবস্থিত। পাথর খোদাই করে নির্মিত নিদর্শনগুলো খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্ধী থেকে খ্রিষ্টাব্ধ পঞ্চম শতাব্ধীর মধ্যে নির্মিত হয়েছে। অজন্তার ছবি এবং ভাস্কর্যগুলো বৌদ্ধ ধর্মীয় শিল্প এবং বৈশ্বিক চিত্রকলার মাস্টারপীস হিসেবে ধরা হয়। গুহার দেয়ালে অঙ্কিত ছবিগুলো জাতক কাহিনীর (বুদ্ধার জীবনী) ধারাবর্ণনা করেছে। ১৯৮৩ সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

আরও জানতে এখানে ক্লিক করুন ... ... ইলোরা খ্রিষ্টাব্ধ পঞ্চম এবং দশম শতাব্ধীর মধ্যে, রাষ্ট্রকুট শাসক দের দ্বারা নির্মিত, প্রত্নতাত্ত্বিক স্থান ইলোরা মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদ শহরে অবস্থিত। ইলোরার ৩৪-টি গুহা Charanandri পর্বত খুঁড়ে বের করা হয়েছে। ইলোরা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ১২টি বৌদ্ধ, ১৭টি হিন্দু এবং ৫টি জৈন ধর্মের মন্দির এবং মঠ নিয়ে ইলোরা ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে। আরও জানতে এখানে ক্লিক করুন পরের পর্ব
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.