গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে - এই প্রবাদ বাক্য দিয়ে আসলে বুঝিয়ে দেয়া হয়েছে, লেখাপড়ার সাথে অর্থ সাফল্যর একটা যোগাযোগ আছে। কিন্তু পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তি আছেন যারা আমাদের প্রাতঃস্মরণীয় হলেও আসলে পদ্ধতিগত লেখাপড়ার ধার খুব একটা ধারেননি...
নিচের বিখ্যাত ব্যক্তিরা কোন কলেজেই ভর্তি হননি Ñ
১. জোসেফ করনড : ব্রিটিশ লেখক
Paul Gauguin
২. পল গঁগ্যা : ফরাসী চিত্রকর
৩. কহলিন জিব্রান : লেবানী লেখক ও চিত্রকর
Ernest Hemigway
৪. আর্নেস্ট হেমিংওয়ে : নোবেল বিজয়ী মার্কিন লেখক
৫. রুডইয়ার্ড কিপলিং : নোবেল বিজয়ী ব্রিটিশ লেখক
৬. আব্রাহাম লিঙ্কন : মার্কিন প্রেসিডেন্ট ও জাতির পিতা
৭. হেরি ট্রুম্যান : মার্কিন প্রেসিডেন্ট
৮. জর্জ ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট
৯. জর্জ বানার্ড শ : নোবেল বিজয়ী ব্রিটিশ লেখক, নাটক্যার, সমালোচক
১০. ডিলান টমাস : ব্রিটিশ কবি
Virginia Woolf
১১. ভার্জিনিয়া উলফ : ব্রিটিশ লেখক
এবারে জানা যাক এমন কিছু ব্যক্তির নাম যারা কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু কলেজ তাদের তাড়িয়ে দিয়েছিলো অথবা তারাই কলেজ থেকে ভেগে গিয়েছিলেন
১. ডি ডব্লিউ গ্রিফিথ : মার্কিন চলচ্চিত্রকার
২. এডলফ হিটলার : জার্মান শাসক
৩. আল পাচিনো : অস্কার বিজয়ী অভিনেতা
৪. মার্শাল টিটো : যুগশ্লাভিয়ার প্রধাণ মন্ত্রী
৫. উইলভার ও অরভিল রাইট : এরোপ্লেনের আবিষ্কারক ও বৈমানিক
৬. এমিডো মদিগিলান : ইতালীয় ভাস্কর, চিত্রকর
Frank Sinatra
৭. ফ্রাঙ্ক সিনাত্রা : মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।