দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে জড়িত রাখতে চাই
ভাবছেন এতোগুলা পোষ্টারের ছবি কেন দিলাম? আসলে এই ছবিটা হলো আমাদের বাসার সমনের দেয়ালের ছবি। আমাদের বাসাটি রাস্তার পাশে হওয়ায় পোষ্টারওয়ালেদের অন্যতম আকর্ষনিয় স্থান হলো আমাদের বাসার সামনের দেয়াল। তাই প্রতি মাসের প্রথম দিনটি এই পোষ্টার ওঠানোর কাজে ব্যায় করতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য দেয়ালের ওপরে সুন্দর করে লিখেছিলাম " দয়া করে পোষ্টার লাগাবেন না "। কিন্তু এলাকার কিছু ঘারতেড়া পোলাপান লেখাটির শেষের "না" শব্দটি মুছে দিয়েছে। ফলে লেখাটি দাড়িয়েছে " দয়া করে পোষ্টার লাগাবেন "। এখন কি করব বলেন তো দেখি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।