আমাদের কথা খুঁজে নিন

   

মমতাকে রাজি করানোর শেষ চেষ্টা

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে আলোচনার জন্য ভারতের সাবেক রেলমন্ত্রী মুকুল রায়কে দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা।
সোমবার রাতে মমতা কলকাতায় সাংবাদিকদের বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের প্রতিনিধির সঙ্গে মুকুলই এ বিষয়ে কথা বলবে। ”
ভারতীয় কর্মকর্তারা বলছেন, পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের মেয়াদ ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে সংবিধান সংশোধনের বিল উপস্থাপনের বিষয়ে বিরোধী দলকে সমঝোতায় আনতে আরো কিছুটা সময় পাবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।   
২০০৯ সালের সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য প্রটোকল স্বাক্ষরিত হয়, যার আওতায় দুই দেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় এবং ছয় দশমিক এক কিলোমিটার অমীমাংসিত সীমানা চিহ্নিত হওয়ার কথা।


এই চুক্তি বাস্তবায়ন করতে হলে ভারতের সংবিধান সংশোধন প্রয়োজন। কিন্তু এর জন্য পার্লামেন্টে বিল পাস করতে হলে রাজ্যসভা ও লোকসভায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার, যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের নেই।
মমতার পাশাপাশি ভারতীয় পার্লামেন্টের বিরোধী দল বিজেপি এই সংবিধান সংশোধনের বিরোধিতা করে আসছে। কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ তিন দফা বিল তোলার উদ্যোগ নিলেও দুইবার বিজেপি এবং একবার মমতার বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।
শেষবার গত সপ্তাহে তৃণমূলের এক এমপি  রাজ্যসভায় সংবিধান সংশোধনের বিল তোলার চেষ্টা আটকে দেয়ার পর সালমান খুরশিদ আবারো মমতাকে বোঝানোর উদ্যোগ নেন।

ঠিক হয়, তৃণমূলের তিন এমপি মুকুল রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়ান পররাষ্ট্রমন্ত্রী খুরশিদের সঙ্গে বসবেন।   
মমতা বলে আসছেন, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া বাংলাদেশকে ভূমি ছেড়ে দেয়ার এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেয়া যায় না।
কংগ্রেস চাইছে, ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশনেই বিলটি পাস হয়ে যাক। কারণ ডিসেম্বরের শীতকালীন অধিবেশনের জন্য অপেক্ষা করতে হলে তততোদিনে বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় হয়ে যাবে। সেক্ষেত্রে বিল পাস হলেও চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে যেতে পারে বলে মনে করছে মনমোহন সিংয়ের সরকার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.