লাইনে আসুন, নইলে...........
কূটনৈতিক মতিবেদক
পশ্চিমবংগের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তওবা পড়ার আহ্বান জানিয়েছেন বিতর্কিত সুইডেন প্রবাসীনী লেখিকা তসলিমা নাসরিন।
আজ এক সংবাদ সম্মেলনে তসলিমা বলেন, ধর্মনিরপেক্ষ ভারত যা করতে পারেনি, মৌলবাদী বাংলাদেশ তা করে দেখিয়েছে। তারা আমার আত্মজীবনী মুলক বই ‘ম’-এর মোড়ক উন্মোচন করে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, ভারত এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে। মৌলবাদী বাংলাদেশের প্রশংসা করে তসলিমা বলেন, তারা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছে। ভারত আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু বইয়ের মোড়ক উন্মোচন করেনি।
তিনি বাংলাদেশকে দশে চার ও ভারতকে দশে দুই দিয়ে বলেন, দুই দেশকেই আগামীতে আরও ভাল করতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তীব্র নিন্দা করে তসলিমা বলেন, মমতা বন্দোপাধ্যায় দেখতে কাজের বেটিদের মত। সে হয়েছে মুখ্যমন্ত্রী। মুনমুন সেন মুখ্যমন্ত্রী হলে তা যথাযথ হত বলে তিনি মন্তব্য করেন।
তসলিমা বলেন, আমার বইয়ের প্রকাশনা উৎসব বাতিল করে, পানি চুক্তি না করে মমতা বন্দোপাধ্যায় কবিরা গুনাহ করেছে।
তিনি মমতাকে কারওয়ানবাজারের সর্দার মতিচুর রহমানের দৃষ্টান্ত অনুসরন করে প্রকাশ্য জনসভায় মাইক নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বিউ পড়ে তওবা করার আহ্বান জানিয়ে বলেন, লাইনে আসুন।
তসলিমা বলেন, অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমার বই ‘ম’-তে মমতা বন্দোপাধ্যায়ের নাম আছে কি না। তাই এর উত্তর জানতে আপনারা বইটির বাহান্ন পৃষ্ঠা খুলে দেখুন।
সূত্রঃ দৈনিক মতিকন্ঠ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।