প্রবীণ গান্ধীবাদী নেতা ও দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ আন্না হাজারের পর এবার দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতার প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে বলেছেন, ভারতের মতো সেক্যুলার দেশে অন্যান্যদের চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ভাল প্রধানমন্ত্রী হবেন।
বুখারি বলেছেন, মমতা একজন প্রকৃত সেক্যুলার নেতা। তাই আমি বিশ্বাস করি, তিনি এনডিএ বা বিজেপির সঙ্গে যাবেন না। বুখারি আগামী মাসে পশ্চিমবঙ্গ সফরে গলে মমতার সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন বলে জানা গেছে। মমতা অবশ্য বুখারির সঙ্গে একাধিকবার কথা বলেছেন।
বুখারির ছেলের বিয়েতেও মমতা তার ঘনিষ্ঠ নেতাকে পাঠিয়েছিলেন।
সম্প্রতি মুলায়াম সিং যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে সব সম্পর্কের ইতি টেনেছেন দিল্লির শাহী ইমাম। আন্না হাজারের মতোই শাহী ইমামও বিজেপি বাদে অন্য সব দলের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে সাচার কমিটির রিপোর্ট কতটা রুপায়ন করা হয়েছে তা জানতে চেয়েছিলেন। একমাত্র মমতাই সেই চিঠির উত্তর দিয়েছেন জানিয়ে বুখারি জানিয়েছেন, মমতা তার চিঠিতে রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে কি কি কাজ করেছেন তা বিস্তারিতভাবে জানিয়েছেন। আর এ সব জেনেই বুখারির মনে হযেছে মমতা মানুষের জন্য প্রকৃতই কাজ করতে চান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।