একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়
আমার সোনা চাঁদের কোনা আর কি কি বলব
ডাক্তার, উকিল তো নয় তোকে মন্ত্রি বানান
মন্ত্রি বানাবো রে তোকে মন্ত্রি বানানো
তারপরে চার পুরুষ বসে বসে খাব।
মন্ত্রির ছেলে হলে শিল্পপতি হওয়া যায়
মন্ত্রির বাবা হয়ে গোটা দেশটা চালাব
গোটা দেশটা চালাবো শিল্পপতি কি হবো
একদিন তোর মা ছাড়া সবার পতি হবো।
মন্ত্রি হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রি হওয়া সোজা
পড়া শুনার বালাই নেই শুধু ফন্দি ফিকির খোজা
আহা মন্ত্রি হওয়া সোজা।
মন্ত্রি হলে আমলারা তোর করে দেব কাজ
তোর কাজ শুধু ধরা জনদরদীর সাজ
এসব আগের থেকেই রিয়াস্লেল করে রাখব
দরকার হলে প্রাইভেট টিউটোর এক্স মন্ত্রি রাখব।
চুরি করা না, কর না চুরি, করনা অগুন্তি
পশু খাদ্য কেলেংকারীর পরেও কেউ হয় রেলমন্ত্রি
কি আর হবে বড় জোর ঐ বসবে কমিশন
সবাই জানি সেই কমিশনের নেই কনফিউশন।
ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি
মরা মানুষের চুল ছিরলে ওজন কমে কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।