আমাদের কথা খুঁজে নিন

   

***জ্ঞান কি? (সনেট)***

"সকল বস্তু তার বিপরীত বস্তুর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে"

জ্ঞান কি? (সনেট) আজি আমি খুঁজে ফিরি অর্জিতে হবে জ্ঞান সে আশায় ঘুরে ফিরি দিগবিদিক হয়ে অজ্ঞান। চারিদিকে আজ বইছে তব অজ্ঞ জ্ঞানের মেলা যাব আমি কোথায় যে ভাই চলে এসেছে সাঝ বেলা। চলিতে ফিরিতে দেখিছিনু কত ডিগ্রীধারীর আধার তাদেরই দেখি কাঁদে যেয়ে ঐ অমুক বাবার মাজার। কতনু দেখি বেঁচে আছে আবার বুদ্ধি খানি বেঁচে যদি বলি দ্বীন ধর হে তখনি বলে উহা মিছে! যুবক তরুন ছুটছেনু সবাই জাহিলদেরই ভীরে মেতেছে আজি উৎসবে তারা ধ্বংসের শেষ তীরে। করিছে ধারণ জ্যাকসন ক্যামেরুন হৃদয়ের মানসপটে ভাল লাগে আজি আকিঁতে তিলক ঐ কপলেতে।

হলো কি লাভ বলো তো ভাই শিখেছিনু তো সবই বলিবেন রব এনেছ কি সব অনলে পুড়ো আজি! শব্দের অর্থঃ সাঝ বেলা = জীবন সয়াহ্নে জাহিল = সত্য প্রকাশিত হওয়ার পরও যারা তা অস্বীকার করে বা সত্য থেকে দূরে থাকে। জ্যাকসন = খ্রিস্টানদের প্রতিভু। ক্যামেরুন = ইহুদীদের প্রতিভু। তিলক = মূর্তিপূজারীদের প্রতিভু। অনল = আগুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.