কত দিন পরে দেখা হল ....
এতগুলো শীত পার হলো..
এতগুলো বসন্ত এসেও থামলোনা
আমার ছোট্ট প্রান্তরে,,,,
দিনের পর রাত আর রাত শেষে
অসহ্য জীবন এখনো আসে মৃত্যুর ঘন্টা বাজিয়ে
অথচ সে ঘন্টাও থেমে যায়।
চারপাশে খোলা আকাশ আর সবুজ প্রান্তরের
নির্মল হাওয়া এখনো দেখি ফাগুন এলে
দেখি মধুমতি নদীর সেই খেয়াঘাট।
সন্ধ্যার খানিক পরে আর চাদিমা রাত
না ঘনাতেই আমি ভাবি সেই পুরনো দিনের কথা
নদীর জ্বল নেই আছে রাশি রাশি কান্না
আর লোক দেখানে ঢেউ ।
যদিও এখনো দিনের আলোর চেয়ে আমি
রাতেই ভাল দেখি......তাই এখনো রাত জেগে থাকি,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।