মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
কোথাও দেখেছি তারে
মেঘের পালকি চড়ে
নাকি পাহাড়ের 'পরে
নাকি মনের ঘরে
জানিনা দেখেছি কারে
পলকে স্বপ্ন ঘোরে
কৃষ্ণ চূড়ার ডালে
কল্প সূতোয় ধরে
এখনো ইচ্ছে করে
দেখতে আবার তারে
কল্প সূতোয় ধরে
আঁধার ছিদ্র ধরে
জানিনা এ বাসনা হবে কিনা সোনা
জানিনা মগ্ন ধ্যানে হব কি আনমনা
হাসনা-হেনার ডালে সান্ধ্য সৌরভে
চেতনা হবে কি তারে দেখেছি কবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।