আমাদের কথা খুঁজে নিন

   

ওপারে

কথা বলতে চাই। আমার। আমাদের। হয়তো পারবো, হয়তো পারবোনা। চেষ্টা করতে তো দোষ নেই কোনো; দেখাই যাক শেষ পর্যন্ত কি দাড়ায়..!!

প্রাণোচ্ছ্বাস আর সুখ-মায়াময় এই জীবনের শেষে, হুট-নোটিশে মানুষ ছোটে 'আর-না-ফেরার' দেশে ।

যায়না কোন খবর দেয়া, চট-আলাপন ফোনে - অশেষ সময় একলা কাটে সুদূর কোন কোণে । হয়তো হঠাত্‍ স্মৃতির কোন ছোট্টো ঢেঊয়ের সাথে, মনটা হঠাত্‍ উথলে ওঠে; বাঁধ থাকেনা তাতে । হয়তো মনে সাঁতার কাটে সেই জীবনের ছবি- কান্না, হাসি, ঠাট্টা, মায়া, দুঃখ, আবেগ সবি । যায়না ফেরা নতুন করে, কিংবা দেয়া ঊকি- আপনজনের মনের কোনে স্মৃতির ঠুকোঠুকি । হয়তো দেখার ইচ্ছে জাগে কে রেখেছে মনে, কে ভোলেনি পুরোন স্মৃতি নতুন কোন ক্ষণে ? কে এখনো আড়াল খুঁজে একলা ভাসে শোকে ? কে এখনো স্মৃতির ভারে অতীত নিয়ে ঝোঁকে ? যাওবা মেলে -ওদের সাথে হয়না দেখা আর, একলা হয়ে একলা থাকাই হয় জীবনের সার ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।