আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর ওপারে -১

জগৎ টা অনেক রহস্যময়, তার চেয়ে বড় রহস্যময় আমরা নিজেরা। সেই রহস্য বাহ্যিক রহস্যকেও হার মানায়। মৃত্যু একটি চিরন্তন সত্য। ছোট বেলায় মৃত্যু শব্দটা শুনলেই গা ছমছম করত। কোন বাড়িতে কেউ মারা গেলে সে বাড়ির আসেপাসে দিয়ে যেতাম না।

একবার সাহস করে একটা লাশ দেখেছিলাম লোকজন কবরে রাখছিল। শুধু মাত্র এক পলক দেখেছিলাম। সেই ছবিটা আমার অবচেতন মনে এমন ভাবে গেথে গেছে যে আজ এত বছর পেরিয়ে গেল তবুও তা ভুলতে পারিনা। আমার শিশু মন ছবিটাকে আমার মনের মধ্যে পাকাপাকিভাবে স্থায়ী করে রেখেছিল। মৃত্যু সম্পর্কে এক এক ধর্মের ধারনা এক এক রকম।

তবে সব ধর্মের ই মৃত্যু সম্পর্কে মুল ধারনা হচ্ছে মৃত্যু মানে জীবনের শেষ নয় বরং নতুন একটা জীবনের শুরু। সে জীবন দেহ বিহীন আত্মার জীবন। আমি এই ধর্মীয় তত্ত্বের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুজছিলাম। ইন্টারনেট ঘাটিয়ে অনেক তথ্যও পেয়েছি। যাই হোক এখন মুল কথায় আসি।

আমার সাথে এক লোক এর পরিচয় ছিল যে একবার মরতে মরতে ফিরে এসেছে। জাফর ভাই। বয়স চল্লিস ছুই ছুই। প্রথমবার হার্ট এটাক করেছিল গত বছর। অপারেশন এর পর আই সি ইউ তে ছিল।

পরদিন তার শরীরের অবনতি হওয়ায় লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর ডাঃ বেরিয়ে এসে রোগীর আত্মীয় স্বজনদের দুঃসংবাদটা দিল যে জাফর ভাই ইস ক্লিনিক্যালই ডেড। অর্থাৎ তার ব্রেন কাজ করছে না এখন কেবল আল্লাহ ভরসা। সবাই প্রার্থনা করুন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাচিয়ে রাখা হয়েছে।

এই কথা শুনে জাফর ভাইয়ের আপন জনরা ভেঙ্গে পড়ল। তার স্ত্রি তো ওখানেই মূর্ছা যায় যায় অবস্থা। ডাঃ বলল যে এখন যে অবস্থায় তাকে রাখা হয়েছে তাতে সে আরও কষ্ট পাচ্ছে। আপনারা অনুমতি দিলে লাইফ সাপোর্ট সরিয়ে নিতে পারি। জাফর ভাইয়ের ছোট ভাই বলল না ডাঃ লাইফ সাপোর্ট সরানোর কোন দরকার নেই।

আপনারা একটু শেষ চেষ্টা করুন। ডাঃ বলল মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। শুধু আল্লাহ কে ডাকুন। এভাবে দুই দিন পার হল। আশ্চর্য হলেও সত্য।

জাফর ভাইর জ্ঞান ফিরল। নার্স চিৎকার দিয়ে ডাঃ কে ডাকল । ডাঃ সাহেবের চোখে মুখে তখন বিস্ময়ের ছাপ। আই সি ইউ থেকে বেরিয়ে রোগীর আত্মীয় স্বজনদের সুসংবাদ টা দিল। ডাঃ বলল যারা কোমা তে যায় ৯৯% রোগীরা মারা যায়।

জাফর সাহেব অনেক ভাগ্যবান। কয়েকদিন পরে জাফর ভাই পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন। আমি তার সাথে সেদিন দেখা করতে তার বাসাতে চলে যাই। আমি তাকে বলি ভাই আপনি আসলেই অনেক ভাগ্যবান নাহলে কোমা থেকে ফিরে এসেছেন। সে বলল আল্লাহর কাছে লাখ লাখ সুকুরিয়া।

তবে আমার মনে হয় ফিরে না আসলেই ভাল হত। আমি বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলাম কেন? মাঝখান থেকে জাফর ভাইএর স্ত্রি এসে হাজির। বলল ভাই আর বলবেন না তার অপারেশন এর পর তার মাথাটা পুরো গেছে । যত সব আবল তাবল কথা বলছে। জাফর ভাই ধমক দিয়ে বলল আহ যাও তো, বিরক্ত কর না।

দেখছনা ওর সাথে কথা বলছি । ভাবি বাধ্য স্ত্রীর মত চলে গেল। জাফর ভাই বলল যা বলছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানিনা হাসপাতালে থাকা অবস্থায় আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। দুই দিন এর মত আমি অচেতন ছিলাম ।

আসলে আমি অচেতন ছিলাম না। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.