সযতনে খেয়ালী!
নাহ্, এ যাত্রা বউ নয় বরং বইয়ের কথা আবারো।
তবে, কোন প্রেম বিষয়ক বইয়ের কথা নয়। রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমের মাটিতে উপমহাদেশের অধিবাসিদের টানাপোড়েন নিয়ে লেখা একটা বই। লেখক ওই, বন্ধুবর মাসকাওয়াথ আহসান, যিনি ডয়েচে ভেলে (জার্মান রেডিও) তে কাজ করছেন।
ইতোমধ্যেই অনেকে আমাকে আর মাসকাওয়াথ আহসানকে গুলিয়ে ফেলেছেন।
কেউ কেউ তাঁকে ব্যক্তিগতভাবেও চিনেন। আর চিনেন বলেই আমাকে গুলাচ্ছেন। আমি একথা বলতেই তিনি হো হো করে হেসে ওঠেন।
বলেছি একদিন হাজির করবো ব্লগারদের কাঠগড়ায়। তখন তাকে ইচ্ছেমতো প্রশ্ন করে জেনে নেয়া যাবে, মাসকাওয়াথ আহসান এবং "ধুসর গোধূলি"-র ভিন্নতা।
উপমহাদেশের তিনটি দেশের ঐতিহ্যগত রেষারেষি কে বন্ধুত্ব দিয়ে জয় করার উপাখ্যানই বইটির মূল বিষয়বস্ত। সাথে যোগ হয়েছে স্বজন ছেড়ে সোনার ভবিষ্যতের আশায় পশ্চিমে পাড়ি জমানো কিছু মানুষের চাপা হাহাকার। কী জানি, হয়তো এজন্যেই ভালো লাগে মাসকাওয়াথ আহসানের লেখা।
"প্রথাগত বৃত্ত থেকে বের হয়ে ঠিক আমাদের প্রজন্মের কারো চোখ দিয়ে আমাদের কে দেখা"- এই কাজটাই মাসকাওয়াথ আহসান করে চলেছেন অবিরত।
কয়েকটা ভাগে বইটা আপলোড করার চেষ্টা করবো যদি চুড়ান্ত অলসতা না পেয়ে বসে
[লিংক=যঃঃঢ়://িি.ি4ংযধৎবফ.পড়স/ভরষব/3961872/ধ5ধভ40ব4/ঢ়ৎড়ঃড়13.যঃসষ]প্রথম পর্ব [/লিংক]
[লিংক=যঃঃঢ়://িি.িনড়ী.হবঃ/ঢ়ঁনষরপ/র23ড়মধাঢ়স8] দ্্বিতীয় পর্ব [/লিংক]
[লিংক=যঃঃঢ়://িি.ি4ংযধৎবফ.পড়স/ভরষব/3962066/ধ77ভ4নবধ/22ঃড়29.যঃসষ]তৃতীয় পর্ব [/লিংক]
অথবা বাকী অংশগুলো সহ [লিংক=যঃঃঢ়://িি.িনড়ী.হবঃ/ঢ়ঁনষরপ/হশধ3ঁ4ালহশ] পুরো বইটি ডাউনলোড করুণ এখানে [/লিংক]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।